Oppo Reno 15 ফোনের ক্যামেরা মডিউলের ছবি ফাঁস হয়েছে। ক্যামেরা মডিউলের মধ্যে Reno AI Camera ব্র্যান্ডিং লেখা আছে।
Photo Credit: Weibo/DCS
Oppo Reno 15 Features a Squircle Camera Module
Oppo Reno 15 সিরিজের লঞ্চ ডেট গতকাল ফাঁস হয়েছে। অপেক্ষার অবসান ঘটিয়ে এখন সংস্থার পক্ষ থেকে ফোনটির প্রথম টিজার প্রকাশ করা হয়েছে। তবে টিজারে অফিসিয়াল লঞ্চের দিনক্ষণ উল্লেখ করা হয়নি। ব্র্যান্ডটি শুধু জানিয়েছে, তারা নভেম্বর 10 এই লাইনআপ সম্পর্কে আরও তথ্য প্রকাশ করবে। সে দিনই আনুষ্ঠানিক ভাবে লঞ্চ তারিখ ঘোষণা হবে বলে আশা করা যায়। অন্য দিকে, Oppo Reno 15 মডেলটির ফার্স্ট লুক প্রকাশ্যে এসেছে। ডিভাইসটির ক্যামেরা মডিউল অনেকটা iPhone 16 Pro বা Max-এর মতো দেখতে। ফোনটির হাইলাইট হবে 200 মেগাপিক্সেল ক্যামেরা।
টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন স্ট্যান্ডার্ড Oppo Reno 15 এর ছবি ফাঁস করেছে। স্মার্টফোনটির বর্গাকার ক্যামেরা মডিউলের মধ্যে তিনটি সেন্সর ও একটি LED ফ্ল্যাশ আছে। Reno 14 সিরিজেও তিনটি লেন্স আছে, তবে এখানে ডিজাইন আলাদা। আবার তৃতীয় লেন্সের নিচে Reno AI Camera ব্র্যান্ডিং লেখা আছে। Reno 15 এবং Reno 15 Pro এর চারটি ক্যামেরা (ফ্রন্ট ধরে) হাই রেজোলিউশনের হবে বলে জানা গেছে।
ফোনগুলো তাদের সেগমেন্টে সবচেয়ে পাওয়ারফুল ক্যামেরা অফার করতে পারে। টিপস্টারের দাবি, ফ্রন্ট ও ব্যাক ক্যামেরা একইসাথে লাইভ-স্ট্রিমিং করতে পারবে। লাইভ মোডে একটি বিশেষ ফিচার থাকার কথাও বলা হয়েছে। ওপ্পো রেনো 15 সিরিজ চীনে নভেম্বর 17 লঞ্চ হতে পারে।
বেস Oppo Reno 15 মডেলে একটি 6.32 ইঞ্চি ফ্ল্যাট স্ক্রিন থাকতে পারে, যা 120 হার্টজ রিফ্রেশ রেট ও 1.5K রেজোলিউশন সমর্থন করবে। হ্যান্ডসেটটি MediaTek Dimensity 8450 চিপসেট দ্বারা পরিচালিত হওয়ার সম্ভাবনা। স্মার্টফোনটি IP68 + IP69-স্তরের জল এবং ধুলোরোধী ক্ষমতার সঙ্গে আসবে। সামনে একটি 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা থাকবে।
Reno 15 এর ব্যাক প্যানেলে 200 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স, ও 50 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা থাকবে বলে শোনা যাচ্ছে। Reno 15 Pro ফ্ল্যাট 6.78 ইঞ্চি ডিসপ্লের সঙ্গে আসছে। এতে স্ট্যান্ডার্ড ভ্যারিয়েন্টের মতো একই ক্যামেরা সেটআপ, ওয়াটার রেজিস্ট্যান্স, ও প্রসেসর পাওয়া যাবে। তবে এটি 50W ওয়্যারলেস চার্জিং সমর্থন করবে, যে ফিচার বেস মডেলে অনুপস্থিত। আবার বেশ কিছু সূত্র বেস মডেলে 200MP ক্যামেরা থাকবে না বলে দাবি করছে৷। সংস্থার অফিসিয়াল ঘোষণা এলেই বিষয়টা স্পষ্ট হবে।
প্রসঙ্গত, Oppo Reno 15 সিরিজ ডিসেম্বরে ভারতে লঞ্চ হতে পারে। যদিও সংস্থা এখনও এই বিষয়ে কোনও মন্তব্য করেনি৷ ফোনগুলোর সেল 2026 সালের জানুয়ারি মাসের প্রথম বা দ্বিতীয় সপ্তাহে শুরু হবে বলে দাবি করা হয়েছে। Reno 14 সিরিজ জুলাইয়ে ভারতে রিলিজ হয়েছিল। যদি খবর সত্যি হয়, তাহলে উত্তরসূরী মডেল ছয় মাসের মধ্যে বাজারে আসছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Snapdragon 8 Elite Gen 5 Expected to Power 75 Percent of Samsung Galaxy S26 Series: Report