Oppo ভাই প্রেসিডেন্ট ব্রিয়ান শেন চিনের মাইক্রো ব্লগিং ওয়েবসাইট Weibo তে Reno ব্র্যান্ডের লোগো পোস্ট করেছেন। চিনে 10 এপ্রিল Reno ব্র্যান্ডের অধীনে প্রথম স্মার্টফোন লঞ্চ হবে। শেন জানিয়েছেন গোটা বিশ্বের গ্রাহকের কথা মাথায় রেখে এপ্রিল মাসে একাধিক প্রোডাক্ট লঞ্চ করবে Oppo।
Photo Credit: Weibo
সামনে এল Oppo-র নতুন সাব-ব্র্যান্ড Reno
চিনে লঞ্চ হল Oppo-র নতুন সাব-ব্র্যান্ড Reno। 10 এপ্রিল Reno ব্র্যান্ডের প্রথম ফোন লঞ্চ হবে। প্রথম ফোন লঞ্চের দিন ছাড়াও Reno ব্রন্ডের লোগো সামনে এনেছে চিনের কোম্পানিটি। তবে নতুন ব্র্যান্ড সম্পর্কে বেশি তথ্য জানায়নি Oppo।
Reno ব্র্যান্ডের রঙিন লোগো দেখে তনে হচ্ছে তরুন প্রজন্মের কথা মাথায় রেখে এই ব্র্যান্ড লঞ্চ করা হয়েছে। তরুন প্রজন্মের চাহিহার কথা মাথায় রেখেই ফিচারে ভরা স্মার্টফোন নিয়ে আসতে পারে নতুন ব্র্যান্ড।
Oppo ভাই প্রেসিডেন্ট ব্রিয়ান শেন চিনের মাইক্রো ব্লগিং ওয়েবসাইট Weibo তে Reno ব্র্যান্ডের লোগো পোস্ট করেছেন। চিনে 10 এপ্রিল Reno ব্র্যান্ডের অধীনে প্রথম স্মার্টফোন লঞ্চ হবে। শেন জানিয়েছেন গোটা বিশ্বের গ্রাহকের কথা মাথায় রেখে এপ্রিল মাসে একাধিক প্রোডাক্ট লঞ্চ করবে Oppo। এছাড়াও সোশ্যাল মিডিয়াল একটি ছবি পোস্ট করেছে ব্রিয়ান। সেই ছবিতে ফোনের পিছনে ডুয়াল ক্যামেরা দেখা গিয়েছে।
2018 সালে ভারতে লঞ্চ হয়েছিল Oppo –র সাব ব্র্যান্ড Realme। খুব অল্প সময়ের মধ্যেই ভারতে দারুন সাফল্য পেয়েছে এই ব্র্যান্ড। চিনে একই ধরনের সাফল্যের জন্য Reno ব্র্যান্ড লঞ্চ করল Oppo।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
ces_story_below_text
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
OnePlus 15T Specifications Leaked; Tipped to Launch With Notable Battery Upgrade