ফ্যানের মতো পাঁচটি ধাপে নয়। নিজের খুশি মতো এই ফ্যান অ্যাডজাস্ট করা যাবে। Ottomate Smart App থেকে এই ফ্যান নিয়ন্ত্রণ করা যাবে। আপাতত Android ডিভাইসে এই অ্যাপ ডাউনলোড করা যাবে।
স্মার্ট সিলিং ফ্যান নিয়ে হাজির হয়েছে Ottomate International
ভারতে স্মার্ট প্রোডাস্কটের বাজার ধরতে নতুন ব্র্যান্ড লঞ্চ করল Lava। Ottomate International নামে এই ব্র্যান্ড সারা দেশে গত 16 মাস ধরে গবেষণার কাজ চলছে। এবার বাজারে এল কোম্পানির প্রথম স্মার্ট প্রোডাক্ট। একটি স্মার্ট সিলিং ফ্যান নিয়ে হাজির হয়েছে Ottomate International। স্মার্টফোনের মধ্যে থাকা অ্যাপ ব্যবহার করে এই সিলিং ফ্যান কন্ট্রোল করা যাবে। ফ্যানের ভিতরে থাকছে একটি কোয়ালকম চিপসেট। এই বছরে স্মার্ট গিজার সহ একাধিক নতুন প্রোডাক্ট নিয়ে হাজির হবে কোম্পানি।
অন্যান্য ফ্যানের মতো পাঁচটি ধাপে নয়। নিজের খুশি মতো এই ফ্যান অ্যাডজাস্ট করা যাবে। Ottomate Smart App থেকে এই ফ্যান নিয়ন্ত্রণ করা যাবে। আপাতত Android ডিভাইসে এই অ্যাপ ডাউনলোড করা যাবে।
এই ফ্যানে রয়েছে একটি অটোমেটিক মোড। এই মোডে ঘরের তাপমাত্র অনুযায়ী নিজে থেকে ফ্যানের গতি নিয়ন্ত্রণ হবে। তবে শুধু তাপমাত্র নয়, বাতাসে আদ্রতার পরিমানের উপরেও নির্ভর করবে ফ্যানের গতি।
অটো মোডের সাথেই থাকছে একটি ব্রিজ মোড। এই মোডে ধরে ফুরফুরে হাওয়া দেবে এই ফ্যান। Wifi এর পরিবর্তে Bluetooth এর মাধ্যমে এই ফ্যান কানেক্ট হবে। থাকছে টার্বো মোডে। টার্বো মোডে সর্বোচ্চ গতির 10 শতাংশ বেশি গতিতে এই ফ্যান ছুটতে পারবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Redmi Note 15 Series India Launch Timeline Tipped; Redmi 15C Could Debut This Month