Pixel 4 ফোনের ছবি ও ক্যামেরা স্পেসিফিকেশন সামনে এল। এই ফোনের ক্যামেরায় থাকবে 8x জুম। কম আলোতে ভালো ছবি তোলার জন্য থাকছে বিশেষ নাইট সাইট মোড।
Photo Credit: XDA-Developers
Pixel 4 -এ কম আলোতে ভালো ছবি তোলার জন্য থাকছে বিশেষ নাইট সাইট মোড
আর কয়েক দিনের অপেক্ষা। তার পরে লঞ্চ হবে 2019 সালে Google এর ফ্ল্যাগশিপ স্মার্টফোন Pixel 4। ইতিমধ্যেই এই ফোন সম্পর্কে একাধিক তথ্য সামনে এসেছে। নতুন রিপোর্টে Pixel 4 ফোনের ছবি ও ক্যামেরা স্পেসিফিকেশন সামনে এল। এই ফোনের ক্যামেরায় থাকবে 8x জুম। কম আলোতে ভালো ছবি তোলার জন্য থাকছে বিশেষ নাইট সাইট মোড। সাথে থাকবে 6GB RAM। প্রসঙ্গত Pixel 3 ফোনে 4GB RAM ব্যবহার করেছিল Google।
9to5Google ওয়েবসাইটে প্রকাশিত রিপোর্টে জানানো হয়েছে Pixel 4 ফোনে অ্যাকশন ফটোগ্রাফির জন্য একটি বিশেষ মোশান মোড ব্যবহার হয়েছে। এই মোডে খুব সহজেই খুব দ্রুত বেগে চলা জিনিসের ছবি তোলা যাবে। এমনকি সেই ছবির ব্যাকগ্রাউন্ড ব্লার করতে পারবে Pixel 4।
![]()
Pixel 4 ক্যামেরায় 8X জুম থাকছে
ছবি: XDA-Developers
Pixel 3 সিরিজে প্রথম নাইট সাইট মোড নিয়ে এসেছিল Google। Pixel 4 ফোনে সেই মোডে উন্নতি হবে। আগে নাইট সাইটে ছবি তুলতে অনেকটা সময় লাগত। আপডেটের পরে নাইট সাইট মোডে কম সময়ে ছবি তোলা সম্ভব হবে।
ক্যামেরা স্পেসিফিকেশন ছাড়াও সম্প্রতি XDA Developers ওয়েবসাইটে Pixel 4 ফোনের ছবি সামনে এসেছে। সেখানে সামনে ও পিছন থেকে এই ফোন দেখা গিয়েছে। Pixel 4 ফোনের ডিসপ্লের চারপাশে চওড়া বেজেল থাকছে। ফোনের পিছনে থাকছে কোম্পানির লোগো। এছাড়াও Pixel 4 ফোনের পিছনে একাধিক ক্যামেরা দেখা গিয়েছে। এই প্রথম Pixel সিরিজের কোন স্মার্টফোনে একের বেশি ক্যামেরা থাকবে।
অন্য এক ভিডিওতে জানানো হয়েছে Pixel 4 ফোনের ক্যামেরায় থাকছে 8x জুম। এছাড়াও এই ফোনে লেটেস্ট Android 10 অপারেটিং সিস্টেম চলবে। তবে 8x অপ্টিকাল জুম না ডিজিটাল জুম তা জানা যায়নি।
Pixel 4 ফোনের ভিতরে 6GB RAM থাকবে। সাথে এই ফোনের ক্যামেরায় থাকবে একটি 12 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর আর একটি 16 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
The Most Exciting Exoplanet Discoveries of 2025: Know the Strange Worlds Scientists Have Found
Chainsaw Man Hindi OTT Release: When and Where to Watch Popular Anime for Free
Athibheekara Kaamukan Is Streaming Online: All You Need to Know About the Malayali Romance Drama
Dhandoraa OTT Release: When, Where to Watch the Telugu Social Drama Movie Online