নিয়মিত ভারতে লঞ্চ হচ্ছে নতুন স্মার্টফোন। এর সাথেই লঞ্চের কয়েক মাসের মধ্যেই সেই ফোনগুলির দাম কমাতে শুরু করছে কোম্পানিগুলি। মে মাসও তার ব্যতিক্রম নয়। এই মাসেও সস্তা হয়েছে একগুচ্ছ জনপ্রিয় স্মার্টফোন। এর মধ্যেই রয়েছে Oppo A7, Oppo R17 Pro, Vivo Y95, Samsung Galaxy A9 (2018), Samsung Galaxy A10, Samsung Galaxy A20, Samsung Galaxy A30, Vivo V15 Pro, Oppo F11 Pro ফোনগুলি।
এক নজরে মে মাসে সস্তা হওয়া ফোনগুলি দেখে নিন:
Poco F1
লঞ্চের সময় 6GB RAM আর 128GB স্টোরেজে Poco F1 এর দাম ছিল 23,999 টাকা। এর পরে দাম কমে এই ভেরিয়েন্টের দাম হয়েছিল 22,999 টাকা। এবার এক ধাক্কায় 2,000 টাকা সস্তা হল 6GB RAM আর 128GB স্টোরেজের Poco F1। 20,999 টাকায় কেনা যাবে এই স্মার্টফোন।
Asus ZenFone Max M1 আর ZenFone Lite L1
দাম কমে ভারতে Asus ZenFone Max M1 কিনতে 6,999 টাকা খরচ হবে। অন্যদিকে ZenFone Lite L1 কিনতে 4,999 টাকা খরচ হবে।
Samsung Galaxy A10, Galaxy A20 আর Galaxy A30
লঞ্চের সময় Galaxy A10 ফোনের দাম ছিল 8,490 টাকা। সস্তা হয়ে 7,990 টাকায় এই ফোন পাওয়া যাচ্ছে। 12,490 টাকা থেকে কমে 11,490 টাকায় পাওয়া যাচ্ছে Galaxy A20। 1,500 টাকা সস্তা হয়ে 15,490 টাকায় পাওয়া যাচ্ছে Galaxy A30।
Samsung Galaxy A9 (2018)
নভেম্বরে ভারতে লঞ্চ হয়েছিল Samsung Galaxy A9 (2018)। লঞ্চের সময় এই ফোমের বেস ভেরিয়েন্টের দাম ছিল 36,990 টাকা। সম্প্রতি সস্তা হয়ে পাত্র 30,990 টাকায় পাওয়া যাচ্ছে Galaxy A9 (2018)।
Samsung Galaxy A7 (2018)
18,990 টাকার পরিবর্তে 15,990 টাকায় পাওয়া যাবে Galaxy A7 (2018) ফোনের 6GB RAM আর 64GB স্টোরেজ ভেরিয়েন্ট। 6GB RAM আর 128GB স্টোরেজে এই ফোনের দাম 22,990 টাকা থেকে কমে 19,990 টাকা হয়েছে।
Oppo F11, Oppo F11 Pro
64GB Oppo F11 Pro ফোনের দাম কমে হয়েছে 22,990 টাকা। অন্যদিকে 128GB ভেরিয়েন্টে এই ফোন পাওয়া যাচ্ছে 23,990 টাকায়। 24,990 টাকায় মার্চ মাসে লঞ্চ হয়েছিল Oppo F11 Pro। অন্যদিকে 19,990 টাকায় লঞ্চ হলেও 17,990 টাকায় বিক্রি শুরু হয়েছে Oppo F11।
Oppo R17 Pro
গত বছর ডিসেম্বর মাসে 45,990 টাকা দামে লঞ্চ হয়েছিল Oppo R17 Pro। 29,990 টাকায় বিক্রি হচ্ছে Oppo R17 Pro।
Oppo A7
অন্যদিকে 16,990 টাকায় গত বছর লঞ্চ হয়েছিল Oppo A7। এই ফোনের 4GB RAM ভেরিয়েন্ট 14,990 টাকার পরিবর্তে 13,990 টাকায় বিক্রি হচ্ছে।
Oppo A3s
দাম কমে 9,990 টাকায় Oppo A3s এর 3GB RAM ভেরিয়েন্ট বিক্রি শুরু হয়েছে। 2GB RAM ভেরিয়েন্টে Oppo A3s কিনতে 7,999 টাকা খরচ হবে। এখনও অনলাইনে পুরনো দামে এই ফোন বিক্রি হচ্ছে।
Vivo V15
2,000 টাকা সস্তা হয়ে 19,990 টাকায় পাওয়া যাচ্ছে Vivo V15। তিনটি আলাদা গ্রেডিয়েন্ট ফিনিশে পাওয়া যাবে এই স্মার্টফোন। 6GB RAM আর 64GB স্টোরেজে পাওয়া যাবে এই স্মার্টফোন। অনলাইন ও অফলাইনে নতুন দামে বিক্রি শুরু হয়েছে V15।
Vivo Y17
17,990 টাকায় গত মাসে ভারতে লঞ্চ হয়েছিল Vivo Y17। 2,000 টাকা সস্তা হয়েছে এই স্মার্টফোন।
Vivo Y91, Vivo Y91i
Vivo Y91 ফোনের দাম কমে হয়েছে 8,990 টাকা। ইতিমধ্যেই অফলাইন স্টোরে এই দামে ফোন বিক্রিউ শুরু হয়েছে। তবে অনলাইনে এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত পুরনো দামেই বিক্রি হয়েছে Vivo Y91। অন্যদিকে Vivo Y91i ফোনের দাম শুরু হচ্ছে 7,990 টাকা থেকে। এই দামে Y91i ফোনের 2GB RAM আর 16GB স্টোরেজ ভেরিয়েন্ট পাওয়া যাবে। 32GB স্টোরেজে Y91i কিনতে 8,490 টাকা খরচ হবে।
Vivo Y95
নভেম্বর মাসে লঞ্চের সময় Vivo Y95 ফোনের দাম ছিল 16,990 টাকা। মার্চ মাসে প্রথম দাম কমে 15,990 টাকায় পাওয়া যাচ্ছিল এই স্মার্টফোন। এপ্রিলে আবার সস্তা হয়ে 14,990 টাকায় বিক্রি শুরু হয়েছিল Y95। মে মাসে আরও 1,000 টাকা সস্তা হয়েছে এই স্মার্টফোন। এবার 13,990 টাকায় পাওয়া যাচ্ছে Vivo Y95।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন