3GB RAM ভেরিয়েন্ট কেনার জন্য খরচ হবে 8,990 টাকা। অন্যদিকে হাই এন্ড 6GB RAM এর দাম রাখা হয়েছে 13,999 টাকা। আজ দুপুর 12 টায় শুরু হবে এই ফোনের সেল।
Realme 1 এর দাম শুরু 8,990 টাকা থেকে. আজ দুপুর 12 টায় বিক্রি শুরু হবে Amazon এ
গত সপ্তাহে Oppo লঞ্চ করেছিল তাদের নতুন স্মার্টফোন ব্র্যান্ড Realme। একই ইভেন্টে লঞ্চ হয়েছিল নতুন এই ব্র্যান্ডের প্রথম স্মার্টফোন Realme 1। আজ থেকে বিক্রি শুরু হল নতুন এই স্মার্টফোনটি। আজ দুপুর 12 টা থেকে Amazon এ কিনতে পাওয়া যাবে নতুন Realme 1। Xiaomi Redmi Note 5 ও Asus ZenFone Max Pro M1এর সাথে মিডরেঞ্জ সেগমেন্টে কড়া টক্কড় দেবে এই ফোন। 15,000 টাকার নীচে 6GB RAM পাওয়া যাবে নতুন Realme 1 এ। ‘মেড ইন ইন্ডিয়া’ এর ফোনটি শুধুমাত্র Amazon থেকেই কেনা যাবে।
আপাতত দুটি ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে নতুন Realme 1। 3GB RAM ভেরিয়েন্ট কেনার জন্য খরচ হবে 8,990 টাকা। অন্যদিকে হাই এন্ড 6GB RAM এর দাম রাখা হয়েছে 13,999 টাকা। আজ দুপুর 12 টায় শুরু হবে এই ফোনের প্রথম সেল। লঞ্চের সময় আরও একটি 4GB RAM ভেরিয়েন্ট ঘোষনা করা গয়েছিল কোম্পানির তরফ থেকে। তবে আপাতত বিক্রি হবে না মাঝের এই ভেরিয়েন্টটি।
লঞ্চ অফারে SBI কার্ডের গ্রাহকরা পাবেন 5% ক্যাশব্যাক। আর Jio দেবে 4,850 টাকার বেনিফিট। এর সাথেই লঞ্চ অফারে গ্রাহকরা বিনামূল্যে পাবেন একটি Realme 1 এর কেস ও একটি টেম্পার্ড গ্লাস। আর Kindle এর গ্রাহকরা ই-বুকে পেয়ে যাবেন 80% ছাড়।
ডুয়াল সিম Realme 1 এ থাকছে Android Oreo 8.1। এর উপরেই চলবে কোম্পানির নিজস্ব ColorOS 5.0। ফোনের উপরে থাকবে একটি 6 ইঞ্চি Full HD+ ডিসপ্লে। এই ফোনে রয়েছে বিশাল 84.75% স্ক্রিন টু বডি রেশিও। ফোনের ভিতরে থাকবে অক্টা-কোর MediaTek Helio P60 চিপসেট। এর সাথেই থাকবে 3GB/4GB/6GB RAM আর 32GB/64GB/128GB ইন্টারনাল স্টোরেজ। আর থাকছে 4G VoLTE সাপোর্ট।
Realme 1 এর পিছনে থাকবে একটি 13MP ক্যামেরা। এর সাথেই থাকবে LED ফ্ল্যাশ। ফোনের সামনে আছে একটি 8MP ক্যামেরা। এই ক্যামেরাতে থাকবে OPPO র নিজস্ব AI Beauty 2.0 ফিচার। এই ফিচারের মাধ্যমে মুখের 296 টি পয়েন্টে ফেসিয়াল রিকগনিশান করা সম্ভব। আর এই ফিচার ব্যাবহার করেই ফেসিয়াল আনলক ফিচার যোগ হয়েছে Realme 1এ। কোম্পানির দাবি মাত্র 0.1 সেকেন্ডে আনলক হয়ে যাবে ফোনটি। যদিও এই ফোনে থাকবে না কোন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
ces_story_below_text
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Rockstar Games Said to Have Granted a Terminally Ill Fan's Wish to Play GTA 6
Oppo K15 Turbo Series Tipped to Feature Built-in Cooling Fans; Oppo K15 Pro Model Said to Get MediaTek Chipset