Realme 15 5G হবে বাজার কাঁপানো ফোন, সস্তায় 50MP সেলফি ক্যামেরা, 7,000mAh ব্যাটারি পাবেন

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 18 জুলাই 2025 11:12 IST
হাইলাইট
  • Realme 15 5G-এর সামনে ও পিছনে 50MP ক্যামেরা পাবেন
  • ফোনটি MediaTek Dimensity 7300+ প্রসেসরে চলবে
  • Realme 15 5G তিনটি রঙের বিকল্পে উপলব্ধ হবে

Realme 15 5G ফোনটি 7.66 মিলিমিটার পাতলা

Photo Credit: Realme

Realme 15 5G ও Realme 15 Pro 5G এখন স্মার্টফোন মার্কেটে অন্যতম আলোচনার বিষয়। দু'টি ফোনই Realme T200 ইয়ারফোনের সাথে জুলাই 24 ভারতে লঞ্চ হচ্ছে। উল্লেখযোগ্য বিষয় হল, এই সিরিজে Pro+ মডেল থাকবে না। Pro ভেরিয়েন্টের স্পেসিফিকেশন প্রকাশের পর, এখন স্ট্যান্ডার্ড Realme 15 5G সম্পর্কে বেশ কিছু তথ্য প্রকাশ করেছে কোম্পানি। এই ফোনে মিডিয়াটেকের পাওয়ারফুল প্রসেসর, IP69 রেটিং, প্রিমিয়াম ক্যামেরা, 7,000mAh ব্যাটারি, এবং 80W ফাস্ট চার্জিং সাপোর্ট থাকবে বলে নিশ্চিত করা হয়েছে। রিয়েলমির এই নতুন বাজেট হ্যান্ডসেটটি বাজারে সাড়া ফেলবে বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল।

Realme 15 5G স্পেসিফিকেশন

রিয়েলমির অফিসিয়াল ওয়েবসাইটে Realme 15 5G এর ডেডিকেটেড মাইক্রোসাইটটি ক্যামেরা, প্রসেসর, ডিসপ্লে, ব্যাটারি, ইত্যাদি তথ্য দিয়ে আপডেট করা হয়েছে। নতুন স্মার্টফোনটি হাইপারগ্লো 4D কার্ভ+ ডিসপ্লের সাথে আসবে। এটি 144 হার্টজ রিফ্রেশ রেট, 6,500 নিট পিক ব্রাইটনেস, 2,500 হার্টজ জিরো-ল্যাগ টাচ রেসপন্স, এবং কর্নিং গরিলা গ্লাস প্রোটেকশন অফার করবে। 

রিয়েলমি 15 5G-এর বডি IP69 রেটেড হবে। এর ফলে জল থেকে সম্পূর্ণ সুরক্ষা মিলবে। পাওয়ার ব্যাকআপের জন্য 7,000mAh ব্যাটারি পাওয়া যাবে যা 80W ফাস্ট চার্জিং সমর্থন করবে। এটি 23 ঘন্টা পর্যন্ত YouTube প্লেব্যাক টাইম অফার করবে বলে জানা গিয়েছে। এই ব্যাটারিতে সিলিকন-কার্বন প্রযুক্তি ব্যবহার হয়েছে বলে অনুমান করা হচ্ছে, কারণ ফোনটি 7.66 মিলিমিটার পাতলা। উল্লেখ্য, গত বছরের Realme 14-এ 6,000mAh ব্যাটারি ও 45W ফাস্ট চার্জিং সাপোর্ট ছিল।

Realme 15 5G এর পিছনে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা ও 8 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স রয়েছে। সেলফি তোলার জন্য সামনে 50 মেগাপিক্সেল ক্যামেরা আছে। এটি AI পার্টি মোড, AI গ্লো 2.0 এবং AI Edit Genie এর মতো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ভিত্তিক ক্যামেরা ও এডিটিং ফিচার্স অফার করবে। ব্যাক ক্যামেরা 4K ভিডিও রেকর্ডিং করতে সক্ষম।

পারফরম্যান্সের কথা বললে, রিয়েলমির এই ফোনটি MediaTek Dimensity 7300+ প্রসেসরে চলবে। এটি AnTuTu বেঞ্চমার্কে 7,40,000 পয়েন্ট স্কোর করেছে ও 120 fps গেমিং সাপোর্ট করে। Realme 15 সিল্ক পিঙ্ক, ভেলভেট গ্রিন এবং ফ্লোয়িং সিলভার রঙে পাওয়া যাবে। ফোনটি ভারতে 20,000 টাকার মধ্যে লঞ্চ হতে পারে বলে আশা করা হচ্ছে।

অন্যদিকে, Realme 15 Pro 5G-তে Snapdragon 7 Gen 4 প্রসেসর থাকবে। এতেও 7,000mAh ব্যাটারি থাকবে যা 80W ফাস্ট চার্জিং সমর্থন করবে। ফোনটিতে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন সহ 50 মেগাপিক্সেল Sony IMX896 ক্যামেরা মিলবে। ফোনটির AI MagicGlow 2.0 বৈশিষ্ট্য ত্বকের স্বাভাবিক রঙ ফুটিয়ে তুলবে বলে জানা গিয়েছে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. রিয়েলমির সর্বশ্রেষ্ঠ স্মার্টফোন Realme GT 8 সিরিজ এন্ট্রি নিচ্ছে, তাক লাগাবে 200 মেগাপিক্সেল ক্যামেরা
  2. নতুন Android ভার্সন ও 16 জিবি র‍্যাম সহ আসছে OnePlus 15, লঞ্চ কবে জেনে নিন
  3. Realme 15T ব্যাটারি ও ক্যামেরায় চমক নিয়ে ভারতে লঞ্চ হচ্ছে, দেখলে মনে হবে আইফোন!
  4. Tecno বিশ্বের সবচেয়ে পাতলা স্মার্টফোন ভারতে আনছে, বাংলা ভাষায় AI থাকবে
  5. Vivo আনছে 200 মেগাপিক্সেল ক্যামেরার অনবদ্য ফোন, লঞ্চ হতে পারে অক্টোবরে
  6. Oppo Find X9 স্মার্টফোনের সংজ্ঞা পাল্টে দেবে, ক্যামেরা, ব্যাটারি, প্রসেসরে বড় চমক
  7. জিও-এয়ারেটেলের ঘুম কেড়ে প্ল্যানের দাম কমাল BSNL, নতুন গ্রাহকদের এক মাস ফ্রি
  8. 3,000 টাকা ছাড়ে দুর্দান্ত Vivo ফোনের সেল শুরু, রয়েছে 6,500mAh ব্যাটারি ও অনবদ্য ক্যামেরা
  9. Jio Frames: চশমাতেই ক্যামেরা, ফোন ও স্পিকার, জিওর জাদুতে স্মার্টফোন অতীত!
  10. Samsung বড় চমক নিয়ে হাজির, 12,000 টাকা ছাড় 200 মেগাপিক্সেল ক্যামেরার এই স্মার্টফোনে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.