শুধুমাত্র Flipkartথেকেই Realme 2 কেনা যাবে। এর সাথেই জানানো হয়েছে Realme 2 তে থাকবে ডুয়াল ক্যামেরা সেট আপ। এর সাথেই ফোনের পিছনে একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সার থাকবে।
Qualcomm এর সাথে হাত মিলিয়ে Snapdragon প্রসেসার সহ লঞ্চ হবে Realme 2।
কিছুদিন আগেই টিজারে দেখা গিয়েছিল Realme 2। আগামী 28 অগাস্ট লঞ্চ হবে নতুন এই ফোন। এবার জানা গেল শুধুমাত্র ফ্লিপকার্ট থেকেই কেনা যাবে নতুন Realme 2। প্রসঙ্গত কোম্পানির আগের মডেল Realme 1 শুধুমাত্র Amazon থেকেই কেনা যায়। এর সাথেই কোম্পানি জানিয়েছে 10,000 টাকার নীচে এই ফোন বাজারে বিক্রি করা হবে। এই প্রথম 10,000 টাকার নীচে কোন ফোনের ডিসপ্লের উপরে কালো নচ দেখা যাবে। ভারতে এক লঞ্চ ইভেন্টে আগামী 28 অগাস্ট লঞ্চ হবে Realme 2।
কোম্পানি জানিয়েছে শুধুমাত্র Flipkartথেকেই Realme 2 কেনা যাবে। এর সাথেই জানানো হয়েছে Realme 2 তে থাকবে ডুয়াল ক্যামেরা সেট আপ। এর সাথেই ফোনের পিছনে একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সার থাকবে। প্রসঙ্গত Realme 1ফোনে কোন ফিঙ্গারপ্রিন্ট সেন্সার ছিল না। Realme 2 ফোনে একটি বিশাল 4230 mAh ব্যাটারি থাকবে বলে জানানো হয়েছে। যা Realme 1 ফোনের 3410 mAh ব্যাটারির থেকে 20 শতাংশ বড়। এর সাথেই ফোনের পিছনে ব্র্যান্ডের নিজস্ব ডায়ম্নড কাট ডিজাইন দেখা যাবে।
Oppo-র সাব ব্র্যান্ড Realme। ভারতের তরুন প্রজন্মের কথা মাথায় রেখে Realme ব্র্যান্ড লঞ্চ করেছিল চিনের কোম্পানিটি। Qualcomm এর সাথে হাত মিলিয়ে Snapdragon প্রসেসার সহ লঞ্চ হবে Realme 2। তবে Realme 2 ফোনে ঠিক কোন চিপসেট ব্যবহার হবে তা জানায়নি Oppo। প্রসঙ্গত Realme 1 ফোনে ব্যবহার হয়েছিল MediaTek Helio P60 চিপসেট।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
ces_story_below_text
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Redmi Note 15 Pro, Redmi Note 15 Pro+ 5G India Launch Delayed, Tipster Claims