Photo Credit: Flipkart
4 মার্চ লঞ্চ হবে Realme 3। লঞ্চের আগেই এই ফোনের নতুন ঝলক প্রকাশ করল Flipkart। এই ফোনে থাকছে MediaTek Helio P70 চিপসেট। Realme 3 এর সাথেই ভারতে Realme 3 Pro লঞ্চ করতে পারে চিনের কোম্পানিটি। ভারতে Redmi Note 7 আর Redmi Note 7 Pro এর সাথে প্রতিযোগিতার সম্মুখীন হবে এই দুটি স্মার্টফোন।
Flipkart এ প্রকাশিত ঝলকে জানানো হয়েছে Redmi Note 7 এ 14 ন্যানোমিটার Snapdragon 660 চিপসেট ব্যবহার হলেও Realme 3 তে থাকছে 12 ন্যানোমিটার MediaTek Helio P70 চিপসেট। যা খাতায় কলমে Redmi Note 7 চিপসেটের থেকে ফাস্ট।
Realme 3 ফোনে থাকছে একটি ‘ডিউ ড্রপ' স্টাইল নচ, সাথে থাকছে একটি 4,230 mAh ব্যাটারি। সম্প্রতি লঞ্চ হওয়া Redmi Note 7 ফোনে 4,000 mAh ব্যাটারি ব্যবহার করেছে Xiaomi।
Flipkart এ প্রকাশিত ঝলকে জানানো হয়েছে অবিশ্বাস্য দামে ভারতে লঞ্চ হবে Realme 3। 4 মার্চ লঞ্চ ইভেন্টে Realme 3 এর সাথেই ভারতে লঞ্চ হতে পারে Realme 3 Pro।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন