Realme 3 তে থাকছে 12 ন্যানোমিটার MediaTek Helio P70 চিপসেট। Realme 3 ফোনে থাকছে একটি ‘ডিউ ড্রপ’ স্টাইল নচ, সাথে থাকছে একটি 4,230 mAh ব্যাটারি।
Photo Credit: Flipkart
সোমবার দুপুর 12 টায় লঞ্চ হবে Realme 3
সোমবার ভারতে লঞ্চ হবে Realme 3। এই ফোনে থাকবে 12 ন্যানোমিটার MediaTek Helio P70 চিপসেট। ফোনের পিছনে থাকছে ডুয়াল ক্যামেরা। Realme 3 এর পিছনে থাকবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। Realme 1 এর মতোই Realme 3 এর পিছনে ডায়মন্ড কাট ডিজাইন ফিরে আসছে। এর সাথেই বাজারে আসতে চলেছে Realme 3 Pro। Redmi Note 7 আর Redmi Note 7 Pro ফোনকে টেক্কা দিতেই এই দুটি ফোন লঞ্চ করছে চিনের কোম্পানিটি।
নতুন দিল্লিতে সোমবার দুপুর 12 টায় এক ইভেন্টে নতুন এই ফোন লঞ্চ করবে Realme। YouTube এ সরাসরি এই ইভেন্ট দেখা যাবে। এই ইভেন্ট সরাসরি দেখতে নীচের প্লে বাটনে ক্লিক করুন।
Realme 3 তে থাকছে 12 ন্যানোমিটার MediaTek Helio P70 চিপসেট। সাথে থাকছে একটি ‘ডিউ ড্রপ' স্টাইল নচ, আর 4,230 mAh ব্যাটারি। সম্প্রতি লঞ্চ হওয়া Redmi Note 7 ফোনে 4,000 mAh ব্যাটারি ব্যবহার করেছে Xiaomi।
সম্প্রতি Flipkart এ প্রকাশিত ঝলকে জানানো হয়েছে অবিশ্বাস্য দামে ভারতে লঞ্চ হবে Realme 3। আজ নতুন দিল্লিতে Realme 3 এর সাথেই ভারতে লঞ্চ হতে পারে Realme 3 Pro।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Astrophysicists Map Invisible Universe Using Warped Galaxies to Reveal Dark Matter