20 নভেম্বর ভারতে লঞ্চ হবে Realme 5s। সম্প্রতি এই ফোনের একাধিক টিচার প্রকাশ করেছে Realme। নতুন Realme 5s ফোনের ভিতরে থাকছে Snapdragon 665 চিপসেট। একই ইভেন্ট থেকে লঞ্চ হবে ভারতে কোম্পানির প্রথম ফ্ল্যাগশিপ স্মার্টফোন Realme X2 Pro।
Photo Credit: YouTube/ Flipkart
20 নভেম্বর লঞ্চ হবে Realme 5s
20 নভেম্বর ভারতে লঞ্চ হবে Realme 5s। সম্প্রতি এই ফোনের একাধিক টিচার প্রকাশ করেছে Realme। নতুন Realme 5s ফোনের ভিতরে থাকছে Snapdragon 665 চিপসেট। ভারতে শুধুমাত্র Flipkart থেকে এই ফোন পাওয়া যাবে। ইতিমধ্যেই এই সিরিজে লঞ্চ হয়েছে Realme 5 আর Realme 5 Pro। এবার Realme 5 সিরিজের তিন নম্বর ফোন লঞ্চ হবে। 20 নভেম্বর একই ইভেন্ট থেকে লঞ্চ হবে ভারতে কোম্পানির প্রথম ফ্ল্যাগশিপ স্মার্টফোন Realme X2 Pro।
ইতিমধ্যেই Fliapkrt এ প্রকাশিত টিজারে জানা গিয়েছে Realme 5s ফোনে Snapdragon 655 চিপসেট থাকবে। যদিও এই নামে কোন চিপসেট লঞ্চ করেই Qualcomm। অনেকেই বলছেন টাইপিং এর ভুলের কারণে এই তথ্য সামনে এসেছে। আসলে Realme 5s ফোনে Snapdragon 665 চিপসেট থাকবে। Oppo A9 2020, Redmi Note 8, Moto G8 Plus, Oppo A11 সহ একাধিক স্মার্টফোনে এই চিপসেট ব্যবহার হয়েছে।
Realme 5s ফোনে একটি 6.51 ইঞ্চি HD+ ডিসপ্লে থাকবে। Realme 5 ফোনে একটি 6.5 ইঞ্চি HD+ ডিসপ্লে ব্যবহার হয়েছিল।
Realme 5s ফোনের পিছনে ডায়মন্ড কাট প্যানেল থাকবে। ফোনের পিছনে 48 মেগাপিক্সেল ক্যামেরা ব্যবহার করেছে Realme। ফোনের পিছনে চারটি ক্যামেরা থাকবে। তবে অন্য ক্যামেরার স্পেসিফিকেশন জানা যায়নি।
![]()
Flipkart টিজারে জানানো হয়েছে Realme 5s ফোনে Snapdragon 655 চিপসেট থাকবে, যদিও এই নামে কোন চিপসেট লঞ্চ করেনি Qualcomm
ছবি: Flipkart
Realme 5s ফোনের পিছনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে। ফোনের ভিতরে থাকছে 5,000 mAh ব্যাটারি। Realme 5s এর সাথেই 20 নভেম্বর ভারতে আসছে Realme X2 Pro।
Realme X2 Pro স্পেসিফিকেশন
Realme X2 Pro ফোনে Android 9 Pie অপারেটিং সিস্টেমের উপরে ColorOS 6.1 স্কিন চলবে। এই ফোনে থাকছে একটি 6.5 ইঞ্চি FHD+ AMOLED ডিসপ্লে। এই ডিসপ্লেতে 90Hz রিফ্রেশ রেট আর ডিসি ডিমিং থাকছে। ডিসপ্লের উপরে ওয়াটার ড্রপ নচ থাকছে আর ডিসপ্লের নীচে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। Realme X2 Pro ফোনের ভিতরে থাকছে একটি Snapdragon 855+ চিপসেট 12GB পর্যন্ত LPDDR4X RAM আর 256GB পর্যন্ত UFS 3.0 স্টোরেজ।
Realme X2 Pro ফোনের পিছনে চারটি ক্যামেরা থাকছে। প্রাইমারি ক্যামেরায় থাকছে একটি 64 মেগাপিক্সেল Samsung GW1 সেন্সর। সাথে থাকছে 13 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা, 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা আর 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর।
কানেক্টিভিটির জন্য Realme X2 Pro ফোনে থাকছে 4G LTE, Wi-Fi 802.11ac, Bluetooth v5.0, GPS/ A-GPS, NFC, USB Type-C পোর্ট আর 3.5 মিমি অডিও জ্যাক। ফোনের ভিতরে থাকছে 4,000 mAh ব্যাটারি। সাথে থাকছে 50W ফাস্ট চার্জ সাপোর্ট। Realme X2 Pro এর ওজন 199 গ্রাম।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Samsung's Privacy Screen Feature to Curb Shoulder Surfing Unveiled After Multiple Leaks; Expected to Debut With Galaxy S26 Series
Xiaomi 17 Max Leak Reveals Anticipated Launch Timeline, Notable Camera Upgrades
PS6 Could Be Delayed Beyond 2028 as Sony Plans to Extend PS5 Life Cycle, Analyst Claims