Wi-Fi Alliance ওয়েবসাইটে জানানো হয়েছে RMX2001 মডেল নম্বরে লঞ্চ হবে Realme 6। অন্যদিকে RMX2061 মডেল নম্বরে লঞ্চ হবে Realme 6 Pro।
Realme 6 -এ MediaTek Helio G90T চিপসেট থাকছে
শীঘ্রই লঞ্চ হবে Realme 6 ও Realme 6 Pro। সম্প্রতি Wifi সার্টিফিকেশন পেয়েছে এই দুই স্মার্টফোন। Wi-Fi Alliance ওয়েবসাইটে জানানো হয়েছে RMX2001 মডেল নম্বরে লঞ্চ হবে Realme 6। অন্যদিকে RMX2061 মডেল নম্বরে লঞ্চ হবে Realme 6 Pro। Realme 6 -এ MediaTek Helio চিপসেট। অন্যদিকে Realme 6 Pro -তে Android 10 অপারেটিং সিস্টেম চলবে।
ভারতে লঞ্চ হল Redmi 8A Dual; দাম ও ফিচারগুলি দেখে নিন
Wifi সার্টিফিকেশন পেয়েছে Realme 6 ও Realme 6 Pro
2.4GHz ও 5GHz ডুয়াল ব্যান্ড সাপোর্ট সহ লঞ্চ হবে Realme 6। থাকছে Wi-Fi a/b/g/n/a/ac সাপোর্ট ও WPA2-এর সুরক্ষা। এই ফোনের ভিতরে একটি MediaTek Helio G90T চিপসেট থাকবে। Redmi Note 8 Pro -তেও এই চিপসেট ব্যবহার হয়েছিল।
Realme 6-এ 4,300 mAh ব্যাটারি থাকবে। এই ফোনের আয়তন 162.1 x 74.8 x 9.6 মিমি ও ওজন 191 গ্রাম। থাকছে Bluetooth 5.0 সাপোর্ট।
এক ঝলকে টেক দুনিয়ার সব খবর: দেখুন গ্যাজেট এক্সপ্রেস
অন্যদিকে Realme 6 Pro-তে Wi-Fi a/b/g/n/ac সাপোর্ট থাকছে। এই ফোনে Android 10 অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির Realme UI স্কিন চলবে। Realme 6 ও Realme 6 Pro তে হোল পাঞ্চ ডিসপ্লে থাকবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Oppo Reno 16 Series Early Leak Hints at Launch Timeline, Dimensity 8500 Chipset and Other Key Features