ফ্ল্যাশ সেল থেকে মুক্তি পেয়ে ওপেন সেলে বিক্রি শুরু হল Realme C3। এর ফলে যখন খুশি কেনা যাচ্ছে Realme C3। Flipkart ও Realme.com থেকে 21 ফেব্রুয়ারি পর্যন্ত যখন খুশি এই ফোন কেনা যাবে। কোম্পানির প্রধান মাধব শেঠ জানিয়েছেন, ‘গ্রাহকের চাহিদার কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।'
এই ফোনের পিছনে ডুয়াল ক্যামেরা ব্যবহার হয়েছে। ফোনের ভিতরে রয়েছে 5,000 mAh ব্যাটারি। Realme C3 -তে থাকছে একটি 6.5 ইঞ্চি HD+ ডিসপ্লে। সঙ্গে থাজছে MediaTek Helio G70 চিপসেট। এই ফোনের স্ক্রিন-টু-বশি রেশিও 89.8 শতাংশ।
3GB RAM + 32GB স্টোরেজে Realme C3 -র দাম 6,999 টাকা। 4GB RAM + 64GB স্টোরেজে এই ফোন কিনতে 7,999 টাকা খরচ হবে। ব্লেজিং রেড ও ফ্রোজেন ব্লু রঙে পাওয়া যাবে এই ফোন। শুক্রবার Flipkart ও Realme.com থেকে এই ফোন বিক্রি শুরু হবে। দুপুর 12 টায় শুরু হচ্ছে ফ্ল্যাশ সেল।
লঞ্চ অফারে Jio গ্রাহকরা 349 টাকা রিচার্জে 7,550 টাকার সুবিধা পাবেন। Flipkart থেকে পুরনো স্মার্টফোন এক্সচেঞ্জ করে Realme C3 কিনলে 1,000 টাকা অতিরিক্ত ছাড় মিলবে।
Realme C3 রিভিউ: কম দামে এটাই সেরা?
Realme C3 -তে Android 10 অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির নতুন Realme UI স্কিন চলবে। এই ফোনে একটি 6.5 ইঞ্চি HD+ ডিসপ্লে থাকবে। ডিসপ্লের উপরে র্যেছে ওয়াটারড্রপ নচ। ফোনের ভিতরে রয়েছে MediaTek Helio G70 চিপসেট, 4GB পর্যন্ত RAM ও 64GB পর্যন্ত স্টোরেজ।
এক ঝলকে টেক দুনিয়ার সব খবর: দেখুন গ্যাজেট এক্সপ্রেস
Realme C3 -র পিছনে থাকছে ডুয়াল ক্যামেরা। এই ক্যামেরায় 12 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা থাকবে। সঙ্গে রয়েছে 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সেলফি তোলার জন্য এই ফোনের সামনে রয়েছে 5 মেগাপিক্সেল ক্যামেরা।
Realme C3-র ভিতরে 5,000 mAh ব্যাটারি রয়েছে। এই ফোনে এক চার্জে 43.9 ঘণ্টা টকটাইম পাওয়া যাবে। ন্তউন এই এন্ট্রি লেভেল ফোনের ওজন 195 গ্রাম। কানেক্টিভিটির জন্য এই ফোনে রয়েছে 2.4GHz Wi-Fi, USB OTG, Micro USB port, VoLTE, Bluetooth 5, GPS/Beidou/ Galileo/Glonass/A-GPS।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন