Realme GT 8 Pro features a Ricoh GR-tuned rear camera system
Photo Credit: Realme
Realme GT 8 Pro আজ বৃস্পতিবার ভারতে লঞ্চ হয়েছে। একে 2025 সালের অন্যতম বহু প্রতীক্ষিত ফ্ল্যাগশিপ স্মার্টফোন বললে অত্যুক্তি করা হবে না। অক্টোবরে চীনে আত্মপ্রকাশ পর থেকেই ভারতে আগমন নিয়ে অপেক্ষা শুরু হয়েছিল। আজ তার অবসান ঘটেছে। এটি Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর সহ এসেছে। Realme GT 8 Pro এর প্রধান আকর্ষণের মধ্যে রয়েছে Hyper Vision+ AI চিপ, 2K রেজোলিউশন ডিসপ্লে, 7,000mAh ব্যাটারি, Ricoh GR-টিউনড ক্যামেরা, 120W ফাস্ট চার্জিং সাপোর্ট, IP68 + IP69 স্তরের জল ও ধুলো প্রতিরোধী ক্ষমতা, মডিউলার ক্যামেরা আইল্যান্ড। সংস্থা Realme GT 8 Pro Dream Edition নামে একটি কাস্টম এডিশন মডেলও লঞ্চ করেছে, যা রিয়েলমি ও অ্যাস্টন মার্টিনের ফর্মুলা ওয়ান টিম যৌথ উদ্যোগ। ফোনটির রঙ সবুজ এবং পিছনের প্যানেলের মাঝখানে অ্যাস্টন মার্টিনের বিখ্যাত টু-উইং বা দুই ডানার লোগো আছে।
Realme GT 8 Pro এর সামনের দিকে 6.79 ইঞ্চি LTPO AMOLED LTPO ডিসপ্লে আছে, যা 144 হার্টজ রিফ্রেশ রেট, 360 হার্টজ টাচ স্যাম্পলিং রেট, 2K রেজোলিউশন (1,440 x 3,136 পিক্সেল), DC ডিমিং, 7,000 নিট পিক ব্রাইটনেস, Dolby Vision, এবং HDR10+ সমর্থন করে। সিকিউরিটির জন্য স্ক্রিনের নিচে আলট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। এতে Corning Gorillla Glass প্রোটেকশন আছে যা স্ক্রিনকে আঘাত ও আঁচড় থেকে রক্ষা করবে।
Realme GT 8 Pro প্রথম স্মার্টফোন যেখানে জাপানের Ricoh-এর সহযোগিতায় তৈরি ক্যামেরা ব্যবহার হয়েছে। স্মার্টফোনের পিছনে ট্রিপল ক্যামেরা সেটআপ আছে — অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) ও f/1.8 অ্যাপারচার সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 116 ডিগ্রি ফিল্ড অফ ভিউ সহ 50 মেগাপিক্সেল আলট্রাওয়াইড ক্যামেরা, এবং f/2.6 অ্যাপারচার, 3x অপটিক্যাল জুম, ও 120x হাইব্রিড জুম সহ একটি 200 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা।
ব্যাক ক্যামেরা 8K ভিডিও রেকর্ডিং সাপোর্ট করে। সামনে 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা বর্তমান। এটি বিশ্বের প্রথম মডিউলার ক্যামেরা আইল্যান্ডযুক্ত ফোন। অর্থাৎ, ক্যামেরা কভার খুলে ফোনের লুকস নিজের ইচ্ছামতো বদলে নিতে পারবেন। ফোনটির সাথে গোল, চৌকো, ও রোবটের মুখের মতো দেখতে ক্যামেরা ডেকো পাওয়া যাবে। প্রতিটি মডিউলে ইউনিক ডিজাইন আছে।
রিয়েলজি জিটি 8 প্রো 3 ফ্ল্যাগশিপ স্ন্যাপড্রাগন 8 এলিট জেন 5 প্রসেসর দ্বারা চালিত। ফোনটি 16 জিবি পর্যন্ত LPDDR5x র্যাম ও সর্বোচ্চ 512 জিবি UFS 4.1 স্টোরেজের সঙ্গে যুক্ত। হ্যান্ডসেটে 7,000mAh ব্যাটারি আছে যা 120W ওয়্যার্ড এবং 50W ওয়্যারলেস ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
Realme GT 8 Pro এর দাম ভারতে 72,999 টাকা থেকে শুরু হচ্ছে। বেস মডেলে 12 জিবি র্যাম ও 256 জিবি স্টোরেজ আছে। 16 জিবি র্যাম + 512 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 78,999 টাকা। ফোনটি সাদা এবং নীল রঙে উপলব্ধ হবে। লঞ্চ অফারের অংশ হিসেবে 5,000 টাকা ব্যাঙ্ক ডিসকাউন্ট থাকবে। অর্থাৎ দুই ভ্যারিয়েন্টের দাম যথাক্রমে 67,999 টাকা ও 73,999 টাকায় নেমে আসবে। রিয়েলমির অনলাইন স্টোর ও ফ্লিপকার্টে নভেম্বর 25 থেকে সেল শুরু হবে। Realme GT 8 Pro Dream Edition 16 জিবি র্যাম + 512 জিবি স্টোরেজের একটাই ভার্সনে এসেছে যার দাম 79,999 টাকা।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.