Realme GT 8 Pro Aston Martin F1 এডিশন স্মার্টফোনে বিশেষত্ব লুকিয়ে তার ডিজাইনে। ফোনটির ব্যাক প্যানেলের সোনালী রঙে "ফর্মুলা ওয়ান টিম" ব্র্যান্ডিং, কার্বন ফাইবার টেক্সচার, এবং এরোডায়নামিক ডুয়াল উইং কার্ভস আছে। ইন্টারচেঞ্জেবল ব্যাক ক্যামেরা একক্লোজার থাকার ফলে ফোনটিতে কাস্টমাইজেশনের সুবিধা মিলবে।
Realme GT 8 Pro মডেলটির বেশ কিছু তথ্য সামনে এনেছে সংস্থা। ফোনটির অন্যতম আকর্ষণ হল 2K রেজোলিউশন ও 7,000 নিট পিক ব্রাইটনেস যুক্ত ডিসপ্লে। এছাড়াও, সংস্থা 7,000mAh ব্যাটারি, 120W ওয়্যার্ড, ও 50W ওয়্যারলেস ফাস্ট চার্জিং নিশ্চিত করেছে।
Realme কোম্পানি খুব শীঘ্রই লঞ্চ করতে পারে দুটি নতুন হ্যান্ডসেট Realme GT 7 এবং Realme GT 8 Pro। বেশ কিছু বেঞ্চমার্কিং ওয়েবসাইটে Realme GT 7 হ্যান্ডসেটটিকে লক্ষ্য করা গিয়েছে। বর্তমানে এটির কিছু স্পেসিফিকেশন অনলাইনে লক্ষ্য করা গিয়েছে