Realme GT 8 Pro ফোনে 200 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা আছে
Photo Credit: Realme
Realme GT 8 সিরিজ মঙ্গলবার চীনে লঞ্চ হয়েছে। চাইনিজ সংস্থাটি দু'টি নতুন ফ্ল্যাগশিপ ফোন বাজারে এনেছে — Realme GT 8 এবং Realme GT 8 Pro। উভয় মডেলে Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর, 7,000mAh ব্যাটারি, ও R1 X গ্রাফিক্স চিপ রয়েছে। Pro মডেলটি Ricoh GR ইমেজিং সহ 200 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরার সঙ্গে এসেছে যা 120x হাইব্রিড জুম অফার করে। রিয়েলমির এই ফোন শুধু প্রযুক্তিগত দিক থেকে নয়, ডিজাইন ও কাস্টমাইজেশনেও বড় চমক এনেছে। Realme GT 8 Pro-এর ক্যামেরা ডেকো খুলে আরেকটি ডেকো লাগাতে পারবেন। অর্থাৎ নিজের ইচ্ছামতো ফোনের লুকস বদল করা যাবে।
Realme GT 8 ও GT 8 Pro উভয়ই BOE কোম্পানির তৈরি 6.79 ইঞ্চি ওলেড এলটিপিএস ডিসপ্লের সঙ্গে এসেছে, যা 2K (1,440x3,136 পিক্সেল) রেজোলিউশন, 7,000 নিট পিক ব্রাইটনেস, 144 হার্টজ রিফ্রেশ রেট, 1.07 বিলিয়ন কালার, DC ডিমিং, এবং ডলবি ভিশন সাপোর্ট করে। ব্রাইটনেস মাত্র 1 নিটেও নামানো যাবে। ফলে রাতে বা অন্ধকার ঘরে ফোন ব্যবহার করলে চোখে অতিরিক্ত চাপ পড়বে না। এছাড়াও, স্ক্রিনে বিশেষ আই প্রোটেকশন মোড আছে।
রিয়েলমি জিটি 8 সিরিজ ট্রিপল রিয়ার ক্যামেরা অফার করে। জিটি 8 মডেলে f/1.8 অ্যাপারচার ও অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 8 মেগাপিক্সেল আলট্রাওয়াইড লেন্স, ও 3x অপটিক্যাল জুম, 7x লসলেস জুম, 120x হাইব্রিড জুম সহ 50 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা আছে। সেলফি ও ভিডিও কলের জন্য সামনে একটি 16 মেগাপিক্সেল ক্যামেরা আছে।
অন্য দিকে, রিয়েলমি জিটি 8 প্রো ভেরিয়েন্টে 120x হাইব্রিড জুম সহ 200 মেগাপিক্সেল স্যামসাং এইচপি5 পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা, OIS সাপোর্টযুক্ত 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, ও 50 মেগাপিক্সেল আলট্রাওয়াইড ক্যামেরা আছে। হ্যান্ডসেটটির সামনে একটি 32 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। উভয় ফোনে 8K ভিডিও রেকর্ডিং সাপোর্ট করে।
রিয়েলমি জিটি 8 সিরিজে ফ্ল্যাগশিপ স্ন্যাপড্রাগন 8 এলিট জেন 5 প্রসেসর ব্যবহার করা হয়েছে। এটি 16 জিবি পর্যন্ত LPDDR5x র্যাম ও সর্বোচ্চ 1 টিবি অনবোর্ড স্টোরেজের সঙ্গে যুক্ত। ফোনগুলি 7,000mAh ব্যাটারি পেয়েছে। Pro মডেল 120W ওয়্যার্ড ফাস্ট চার্জিং ও 50W ওয়্যারলেস ফাস্ট চার্জিং সাপোর্ট করে। বেস মডেলে 100W ফাস্ট চার্জিং সাপোর্ট আছে।।
Realme GT 8 সিরিজের অন্যান্য ফিচার্সের মধ্যে রয়েছে 3D আলট্রাসনিক ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ব্লুটুথ 6, ডুয়াল স্টেরিও স্পিকার, এনএফসি, ইনফ্রারেড ব্লাস্টার, 7,000 বর্গ মিমি আলট্রা-কভারেজ কোল্ড ফ্রন্ট কুলিং ভেপার চেম্বার, IP68 + IP69 জল ও ধুলো প্রতিরোধী রেটিং।
Realme GT 8-এর 12 জিবি + 256 জিবি মডেলের দাম 2,899 ইউয়ান (প্রায় 36,000 টাকা)। 16 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ, 12 জিবি র্যাম + 512 জিবি স্টোরেজ, 16 জিবি র্যাম + 512 জিবি স্টোরেজ, এবং 16 জিবি র্যাম + 1 টিবি স্টোরেজের দাম যথাক্রমে 3,199 ইউয়ান (প্রায় 40,000 টাকা), 3,399 ইউয়ান (প্রায় 42,000 টাকা), 3,599 ইউয়ান (প্রায় 45,000 টাকা), ও 4,099 ইউয়ান (প্রায় 51,000 টাকা)।
চীনে Realme GT 8 Pro-এর বেস 12 জিবি র্যাম ও 256 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম 3,999 ইউয়ান (প্রায় 50,000 টাকা)। এছাড়াও, 16 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ, 12 জিবি র্যাম + 512 জিবি স্টোরেজ, 16 জিবি র্যাম + 512 জিবি স্টোরেজ, এবং 16 জিবি র্যাম + 1 টিবি স্টোরেজের দাম যথাক্রমে 4,299 ইউয়ান (প্রায় 53,000 টাকা), 4,499 ইউয়ান (প্রায় 56,000 টাকা), 4,699 ইউয়ান (প্রায় 58,000 টাকা), ও 5,199 ইউয়ান (প্রায় 64,000 টাকা)।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.