Realme GT 8 Pro মডেলটির বেশ কিছু তথ্য সামনে এনেছে সংস্থা। ফোনটির অন্যতম আকর্ষণ হল 2K রেজোলিউশন ও 7,000 নিট পিক ব্রাইটনেস যুক্ত ডিসপ্লে। এছাড়াও, সংস্থা 7,000mAh ব্যাটারি, 120W ওয়্যার্ড, ও 50W ওয়্যারলেস ফাস্ট চার্জিং নিশ্চিত করেছে।
টিপস্টার যোগেশ ব্রার দাবি করেছেন যে, Realme GT 8 Pro নভেম্বর 20 তারিখে ভারতে লঞ্চ হতে পারে। রিয়েলমি নিজেও দেশে ফোনটিকে নভেম্বর মাসে রিলিজের ঘোষণা করেছে, তবে আনুষ্ঠানিক ভাবে এখনও দিনক্ষণ প্রকাশ করেনি।
Realme GT 8 Pro স্মার্টফোনের একটি মাইক্রোসাইট সংস্থার অনলাইন স্টোর ও Flipkart প্ল্যাটফর্মে লাইভ হয়েছে। ফলে ফোনটি উক্ত চ্যানেল দু'টির মাধ্যমে দেশে বিক্রি হবে। রিয়েলমি জানিয়েছে, ফোনটির ভারতীয় ভ্যারিয়েন্টে চীনের মতো একই প্রসেসর থাকবে। এটি Ricoh GR-টিউনড ব্যাক ক্যামেরা এবং হাইপারভিশন AI চিপের সঙ্গে আসবে।
Realme কোম্পানি খুব শীঘ্রই লঞ্চ করতে পারে দুটি নতুন হ্যান্ডসেট Realme GT 7 এবং Realme GT 8 Pro। বেশ কিছু বেঞ্চমার্কিং ওয়েবসাইটে Realme GT 7 হ্যান্ডসেটটিকে লক্ষ্য করা গিয়েছে। বর্তমানে এটির কিছু স্পেসিফিকেশন অনলাইনে লক্ষ্য করা গিয়েছে
ভারতে বাজারে Realme কোম্পানি Reamle GT 7 Pro হ্যান্ডসেটটি বিগত 26সে নভেম্বর লঞ্চ করেছিল। হ্যান্ডসেটটি বর্তমানে দেশের বাজারে বিশেষ ছাড়ের সাথে বিক্রয় করা হচ্ছে।
Realme কোম্পানির এই নতুন হ্যান্ডসেটটি Snapdragon 8 Elite চিপসেট দ্বারা চালিত হয়ে উপস্থিত হয়েছে এছাড়াও থাকছে আরো উন্নতমানের বৈশিষ্ট্য