Realme teases two new smartphones via Amazon
Photo Credit: Realme
Realme C85 5G ও Realme P4x 5G এক সপ্তাহেরও কম ব্যবধানে ভারতে রিলিজ হয়েছে। আজ Realme Watch 5 নামে এ দেশে একটি নতুন স্মার্টওয়াচ লঞ্চ করেছে সংস্থা। তবে এখানেই থেমে নেই তারা। মনে করা হচ্ছে, এবার Narzo সিরিজের অধীনে একজোড়া নতুন স্মার্টফোন বাজারে আনতে চলেছে রিয়েলমি। কারণ Amazon ইন্ডিয়ার মাধ্যমে দু'টি ফোনকে টিজ করেছে ব্র্যান্ড। ওই ই-কমার্স প্ল্যাটফর্মটিতে কমিক স্টাইলের টিজার প্রকাশ করে দুই নতুন ফোনের আগমনের ইঙ্গিত দিয়েছে তারা। "সামথিং বিগ ইজ টু অ্যারাইভ" ট্যাগলাইন ব্যবহারের মাধ্যমে ইঙ্গিত দেওয়া হয়েছে, ফোনগুলির লঞ্চ একেবারেই সামনে।
রিয়েলমি এখনও অফিসিয়াল লঞ্চ ডেট ঘোষণা না করলেও, অ্যামাজনে নার্জো সিরিজের নতুন ফোনের টিজিং শুরু করেছে। 'দ্য সিটি গট সুপারচার্জড' এবং 'পাওয়ার ম্যাক্সের' মতো ট্যাগলাইন ব্যবহারের মাধ্যমে প্রচার চালাচ্ছে ব্র্যান্ডটি। এর থেকে অনুমান করা যায়, রিয়েলমি নার্জো সিরিজের আসন্ন দুই ডিভাইসে বড় ব্যাটারি এবং ফাস্ট চার্জিং সাপোর্টের সুবিধা পাওয়া যাবে।
ফোনগুলির টিজারে দেখা ডিজাইনের ভিত্তিতে নিশ্চিত করা যায় যে, আসন্ন রিয়েলমি নার্জো ফোনদ্বয়ে ভিন্ন স্টাইলের ক্যামেরা মডিউল থাকবে। একটি স্মার্টফোনের পিছনের অংশে পিছনের অংশে আয়তকার আকৃতির উল্লম্বভাবে অবস্থিত ক্যামেরা সেটআপ রয়েছে। এর ভিতরে তিনটি মূল ক্যামেরা সেন্সর আছে। এতে আরও দু'টি গোল কাটআউট লক্ষ্য করা যাচ্ছে যার মধ্যে একটি এলইডি ফ্ল্যাশ হতে পারে।
দ্বিতীয় ফোনটির পিছনে তিনটি ক্যামেরা সেন্সর ত্রিভুজাকার বিন্যাসে স্থাপন করেছে রিয়েলমি। উপরের ডান কোণে এলইডি ফ্ল্যাশ বর্তমান। এছাড়া, ফোনগুলির ব্যাপারে বিশেষ কিছু জানা যায়নি। তবে রিয়েলমি ফোন দু'টির স্পেসিফিকেশন ধাপে ধাপে প্রকাশ করবে বলে জানিয়েছে। পরবর্তী তথ্য ডিসেম্বর 7 প্রকাশিত হবে৷ সেই দিনেই সম্ভবত লঞ্চ ডেট ঘোষণা হবে। ফোনগুলি Amazon Specials হিসেবে বিক্রি হবে। অর্থাৎ, এই প্ল্যাটফর্মে এক্সক্লুসিভলি পাওয়া যাবে।
জানিয়ে রাখি, Realme P4x 5G আজ ভারতে রিলিজ হয়েছে। ব্যাঙ্ক ডিসকাউন্ট যোগ করে ফোনটি 13,499 টাকায় কেনা যেতে পারে। এই স্মার্টফোন MediaTek Dimensity 7400 Ultra প্রসেসর দ্বারা চালিত। এটি 144 হার্টজ ডিসপ্লে, 7,000mAh ব্যাটারি, মিলিটারি গ্রেড ডিউরাবিলিটি, 90FPS গেমিং, 5,300 স্কোয়ার মিমি VC কুলিং সিস্টেম, IP64-স্তরের জল এবং ধুলো প্রতিরোধী রেটিং সহ বিভিন্ন ফিচার্স রয়েছে।
অন্য দিকে, Realme C85 5G গত সপ্তাহে ভারতে এসেছে। ফোনটির তিনটি মুখ্য আকর্ষণ হল 144 হার্টজ Ultra ব্রাইট ডিসপ্লে, IP69 Pro স্তরের জল ও ধুলোরোধী ক্ষমতা, এবং শক্তিশালী 7,000mAh ব্যাটারি। দাম 15,499 টাকা (4 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ) থেকে শুরু হচ্ছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.