অতি প্রত্যাশিত Realme Narzo 70 Curve হ্যান্ডসেটটি লঞ্চ করার প্রস্তুতি চলছে
Realme কোম্পানী Narzo 70 সিরিজের একটি নতুন হ্যান্ডসেট লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। হ্যান্ডসেটটির নাম Realme Narzo 70 Curve। কোম্পানির এই বিষয়ে এখনো পর্যন্ত কিছু না জানালেও সম্প্রতি নতুন Realme Narzo 70 Curve সম্মন্ধে কিছু তথ্য অনলাইনের মাধ্যমে ফাঁস হয়ে গিয়েছে, যেখানে ফোনটির RAM, স্টোরেজ এবং স্পেসিফিকেশনগুলি তুলে ধরা হয়েছে