Realme Neo 8 May Succeed The Realme Neo 7 (Pictured)
Photo Credit: Realme
Realme GT 8 Pro ভারতে নভেম্বর 20 লঞ্চ হচ্ছে। বর্তমানে এই ফ্ল্যাগশিপ স্মার্টফোন নিয়ে প্রযুক্তিমহলে প্রবল চর্চা চলছে। কিন্তু এর মধ্যেই নিঃশব্দে আরও একটি দুর্ধর্ষ ফোনের উপর কাজ শুরু করেছে রিয়েলমি। আসন্ন মডেলটির নাম Realme Neo 8 যা গত বছর লঞ্চ করা Realme Neo 7-এর উত্তরসূরী হিসেবে আসছে। এটি পূর্বসূরীর তুলনায় ব্যাটারি এবং চিপসেটে উল্লেখযোগ্য আপগ্রেড আনতে পারে। ডিভাইসটি রিয়েলমির সর্বপ্রথম 8,000mAh ব্যাটারিযুক্ত ফোন হতে পারে। এটি অঘোষিত ফ্ল্যাগশিপ Snapdragon 8 Gen 5 প্রসেসরে রান করবে বলে খবর সামনে এসেছে।
টেক ব্লগার ডিজিটাল চ্যাট স্টেশন চীনের মাইক্রোব্লগিং প্ল্যাটফর্মে একটি নতুন স্মার্টফোনের বেশ কিছু সম্ভাব্য স্পেসিফিকেশন প্রকাশ করেছে। গিজমোচিনার রিপোর্ট অনুযায়ী, এই তথ্যগুলো Realme Neo 8 নামে একটি আসন্ন ফোনের হতে পারে। যদি খবর সত্যি হয়, তাহলে এটি স্ন্যাপড্রাগন 8 জেন 5 প্রসেসর এবং 8,000mAh সিলিকন কার্বন ব্যাটারির সঙ্গে আসবে।
রিয়েলমি নিও 8 এর ব্যাক প্যানেলে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা থাকবে। ফোনটিতে 6.78 ইঞ্চি ফ্ল্যাট এলটিপিএস ওলেড ডিসপ্লে ব্যবহার হবে যা 1.5K রেজোলিউশন সাপোর্ট করবে। সিকিউরিটির জন্য এর স্ক্রিনের নিচে আলট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাওয়া যাবে। এই সব তথ্য ছাড়া ফোনটির অন্য কোনও স্পেসিফিকেশন প্রকাশ হয়নি।
প্রসঙ্গত, Realme Neo 7 লঞ্চ হয়েছিল 2024 সালের ডিসেম্বরে। ফলে উত্তরসূরী Realme Neo 8 আগামী মাসেই আত্মপ্রকাশ করবে বলে মনে করা হচ্ছে। যদিও রিয়েলমি এই বিষয়ে আনুষ্ঠানিক ভাবে কিছু জানায়নি। উল্লেখ্য, Neo 7 মডেলেও শক্তিশালী ব্যাটারি রয়েছে যার ক্যাপাসিটি 7,000mAh। এটি ফুল চার্জে 21 ঘন্টা ভিডিও প্লেব্যাক এবং ও 14 ঘন্টা ভিডিও কলিং অফার করবে বলে দাবি করেছিল সংস্থা। হ্যান্ডসেটটি MediaTek Dimensity 9300+ প্রসেসরে রান করে। ফোনটির সামনে 6.78 ইঞ্চি LTPO ডিসপ্লে আছে যা 120 হার্টজ রিফ্রেশ রেট এবং 6,000 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে।
এদিকে, Realme GT 8 Pro ভারতে নভেম্বর 20 লঞ্চ হচ্ছে। এটি Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর দ্বারা চালিত। ফোনটিতে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে — 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 50 মেগাপিক্সেল আলট্রাওয়াইড ক্যামেরা, এবং 200 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা। এটি মডিউলার ক্যামেরা আইল্যান্ড অফার করে। অর্থাৎ, আপনি ক্যামেরা কভার খুলে ফোনের লুকস নিজের ইচ্ছামতো পাল্টাতে পারবেন। ফোনের সামনে একটি 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা বর্তমান।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.