MediaTek Dimensity 8350 Ultra SoC দ্বারা চালিত Realme P3 Ultra 5G

Realme-কোম্পানি লঞ্চ করেছে দুটি নতুন আকর্ষণীয় হ্যান্ডসেট

MediaTek Dimensity 8350 Ultra SoC দ্বারা চালিত Realme P3 Ultra 5G

Photo Credit: Realme

Realme P3 5G ফোনটিতে IP69 রেটিংযুক্ত ধুলো এবং জল প্রতিরোধী বিল্ড রয়েছে।

হাইলাইট
  • Realme P3 5G এবং P3 Ultra 5G-হ্যান্ডসেটগুলিতে 50-মেগাপিক্সেলের প্রধান ক
  • হ্যান্ডসেটগুলি Android 15-ভিত্তিক Realme UI 6.0-দ্বারা চালিত
  • Realme P3 Ultra 5G-হ্যান্ডসেটটি 80W AI bypass চার্জিং প্রযুক্তিকে সমর্থ
বিজ্ঞাপন

বিগত বুধবার ভারতে লঞ্চ হয়েছে Realme P3 Ultra 5G ও P3 5G।Ultra-মডেলটি MediaTek Dimensity 8350 Ultra SoC ও বেস-মডেলটি Snapdragon 6 Gen 4-চিপসেট পেয়েছে। উভয় স্মার্টফোনই 6000mAh-ব্যাটারী আছে এবং Ultra ভ্যারিয়েন্টটি 80W-এর AI bypass চার্জিং প্রযুক্তিকে সমর্থন করে। এছাড়াও আলট্রা-মডেলটি স্টারলাইট ইঙ্ক প্রক্রিয়া ব্যবহার করে অন্ধকারে উজ্জ্বল হবে সেরকম একটি রিয়ার প্যানেল নিয়ে এসেছে।হ্যান্ডসেটগুলোর অগ্রিম সেল আজ শুরু হবে।

ভারতে Realme P3 Ultra 5G এবং Realme P3 5G-এর দাম এবং উপলব্ধতা:

Realme P3 Ultra 5G-হ্যান্ডসেটটির 8জিবি+128জিবি বিকল্পের দাম 26,999-টাকা,সেখানে 8জিবি+256জিবি এবং 12জিবি+256জিবি বিকল্পের দাম যথাক্রমে 27,999টাকা এবং 29,999 টাকা।ফোনগুলি ভেগান-লেদার ফিনিসের সাথে নেপচুন-ব্লু,ওরিয়ন-রেড রঙের বিকল্পে এসেছে,পাশাপাশি এগুলিতে একটি গ্লো-ইন-দ্যা-ডার্ক লুনার ডিজাইনের বিকল্পও আছে।

Realme P3 Ultra 5G-হ্যান্ডসেটটির বেস-মডেলটির উপর 3000-টাকা পর্যন্ত ব্যাঙ্ক অফার এবং 1000-টাকার পরিবর্তনের ছাড়ের সাথে কার্যকরী 22,999-টাকায় কিনতে পারবে।এটি আগামী 25-সে মার্চ থেকে ভারতীয় সময় অনুযায়ী দুপুর 12-টা থেকে বিক্রি করা হবে এবং আগামী 19-সে মার্চ দুপুর 2-টো থেকে এটির প্রী-অর্ডার শুরু হবে।

অন্যদিকে Realme P3 5G-এর 6জিবি+128জিবি বিকল্পের দাম 16,999টাকা এবং 8জিবি+128জিবি ও 8জিবি+256জিবি বিকল্পের দাম যথাক্রমে 17,999টাকা এবং 19,999টাকা। এটি কমেট-গ্রে,নেবুলা-পিঙ্ক এবং স্পেস-সিলভার শেডে পাওয়া যাবে।গ্রাহকরা 2000-টাকার ব্যাঙ্ক অফারের সাথে উপরোক্ত হ্যান্ডসেটটি কিনতে পারবেন।আগামী 26-সে মার্চ দুপুর 12টা থেকে এটির বিক্রি শুরু হবে।এটি আজ,19মার্চ,সন্ধ্যা 6টা থেকে রাত 10টা(IST)পর্যন্ত অগ্রিম সেলে কিনতে পাওয়া যাবে।”

দেশের বাজারে উপরোক্ত হ্যান্ডসেটগুলি ফিল্পকার্ট,Realme ইন্ডিয়া ই-স্টোর এবং অন্যান্য খুচরো দোকানগুলোতে পাওয়া যাবে।

Realme P3 Ultra 5G এবং Realme P3 5G-এর ফিচার ও স্পেসিফিকেশন:

Realme P3 Ultra 5G-হ্যান্ডসেটটিতে একটি 6.83-ইঞ্চির 1.5K কোয়াড-কার্ভড স্ক্রিন আছে,যেটির টাচ্-স্যাম্পলিং-রেট 2,500Hz।এটি MediaTek Dimensity 8350 Ultra-চিপসেট পেয়েছে,সাথে 12জিবি LPDDR5X RAM এবং 256জিবি পর্যন্ত UFS 3.1-স্টোরেজ যুক্তকরা আছে।

অন্যদিকে P3 5G-ফোনটিতে 120Hz রিফ্রেশ-রেটের সাথে একটি 6.67-ইঞ্চির AMOLED ডিসপ্লে আছে,যেটির সর্বোচ্চ উজ্জ্বলতা লেভেল 2000নিট এবং টাচ্-স্যাম্পলিং-রেট 1500নিট এবং এটিতে ProXDR-এর সমর্থন আছে।এটিতে Snapdragon 6 Gen 4 5G-চিপসেট আছে এবং 8জিবি RAM ও 256জিবি পর্যন্ত স্টোরেজ অন্তর্ভুক্ত করা হয়েছে।ফোনগুলি Android 15-ভিত্তিক Realme UI 6.0-দ্বারা চালিত।

ক্যামেরার ক্ষেত্রে আলট্রা-মডেলটিতে OIS-সমর্থিত একটি 50-মেগাপিক্সেলের Sony IMX896-এর প্রধান সেন্সর সহ একটি 8-মেগাপিক্সেলের আলট্রা-ওয়াইড শুটার আছে। অন্যদিকে বেস-মডেলটিতে একটি 50-মেগাপিক্সেলের প্রধান সেন্সর এবং একটি 2-মেগাপিক্সেলের দ্বিতীয় সেন্সর আছে। উভয়ফোনেই 16-মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা আছে।

উভয় ফোনেতে 6050 mm² এরোস্পেস-গ্রেড VC কুলিং সিস্টেম রয়েছে এবং এগুলো 90 fps তে BGMI চলতে পারে বলে জানা গেছে।এগুলি AI-মোশন-কন্ট্রোল এবং AI-আলট্রা-টাচ্ কন্ট্রোলের মতো AI-ভিত্তিক GT বুস্ট গেমিং ফিচার দ্বারা সজ্জিত।

উভয় হ্যান্ডসেটেই 6000mAh-ব্যাটারী আছে।বেস-ভার্সনটি 45W-তারযুক্ত দ্রুত চার্জিং ব্যবস্থা এবং Ultra-ফোনটি 80W-এর AI bypass-চার্জিং প্রযুক্তিকে সমর্থন করে।ধূলো এবং জল প্রতিরোধের জন্য ভ্যানিলা-বিকল্পটি IP69-রেটিং পেয়েছে, আলট্রা-মডেলটি একসাথে IP66+IP68+IP69 রেটিংয়ের দা

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Gadgets 360 Staff রেসিডেন্ট বট। যদি তুমি আমাকে ইমেল করো, একজন মানুষ উত্তর দেবে। অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. Reliance Jio ধামাকা অফার আনল, রিচার্জে জিতুন নগদ পুরষ্কার ও গোয়াতে ছুটি কাটানোর সুযোগ
  2. Exclusive: iQOO 15-এর দাম ফাঁস হল, ভারতের সবথেকে সস্তা প্রিমিয়াম ফোন?
  3. 17,000 টাকা সস্তা হল iPhone 16, এই কাজ করলে আরও 5,500 টাকা ছাড়
  4. Nothing Phone 3a Lite: নাথিং তাদের সবচেয়ে সস্তা স্মার্টফোন ভারতে আনছে, ডিজাইন ও ফিচার্স মন জিতবে
  5. Oppo Reno 15-এর সমস্ত ফিচার ফাঁস, 200MP ব্যাক ক্যামেরা ও 50MP সেলফি ক্যামেরা থাকবে
  6. Galaxy S26 সিরিজে iPhone-এর ছোঁয়া! Apple-এর মতো স্টাইল আনছে Samsung
  7. লঞ্চের আগেই ফাঁস Lava Agni 4 এর সমস্ত ফিচার, 50MP সেলফি ক্যামেরা সহ আসছে
  8. Apple আনছে নতুন ফিচার, আইফোনে নেটওয়ার্ক ছাড়াই শেয়ার করা যাবে ছবি
  9. Vivo Y500 Pro সস্তায় 200MP ক্যামেরা, 7,000mAh ব্যাটারি, ও 90W ফাস্ট চার্জ ফিচারের সঙ্গে লঞ্চ হল
  10. Airtel গ্রাহকদের ধাক্কা দিয়ে সবচেয়ে সস্তা আনলিমিটেড রিচার্জ প্ল্যান বন্ধ করল
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »