Photo Credit: Realme
Realme P3 5G ফোনটিতে IP69 রেটিংযুক্ত ধুলো এবং জল প্রতিরোধী বিল্ড রয়েছে।
বিগত বুধবার ভারতে লঞ্চ হয়েছে Realme P3 Ultra 5G ও P3 5G।Ultra-মডেলটি MediaTek Dimensity 8350 Ultra SoC ও বেস-মডেলটি Snapdragon 6 Gen 4-চিপসেট পেয়েছে। উভয় স্মার্টফোনই 6000mAh-ব্যাটারী আছে এবং Ultra ভ্যারিয়েন্টটি 80W-এর AI bypass চার্জিং প্রযুক্তিকে সমর্থন করে। এছাড়াও আলট্রা-মডেলটি স্টারলাইট ইঙ্ক প্রক্রিয়া ব্যবহার করে অন্ধকারে উজ্জ্বল হবে সেরকম একটি রিয়ার প্যানেল নিয়ে এসেছে।হ্যান্ডসেটগুলোর অগ্রিম সেল আজ শুরু হবে।
Realme P3 Ultra 5G-হ্যান্ডসেটটির 8জিবি+128জিবি বিকল্পের দাম 26,999-টাকা,সেখানে 8জিবি+256জিবি এবং 12জিবি+256জিবি বিকল্পের দাম যথাক্রমে 27,999টাকা এবং 29,999 টাকা।ফোনগুলি ভেগান-লেদার ফিনিসের সাথে নেপচুন-ব্লু,ওরিয়ন-রেড রঙের বিকল্পে এসেছে,পাশাপাশি এগুলিতে একটি গ্লো-ইন-দ্যা-ডার্ক লুনার ডিজাইনের বিকল্পও আছে।
Realme P3 Ultra 5G-হ্যান্ডসেটটির বেস-মডেলটির উপর 3000-টাকা পর্যন্ত ব্যাঙ্ক অফার এবং 1000-টাকার পরিবর্তনের ছাড়ের সাথে কার্যকরী 22,999-টাকায় কিনতে পারবে।এটি আগামী 25-সে মার্চ থেকে ভারতীয় সময় অনুযায়ী দুপুর 12-টা থেকে বিক্রি করা হবে এবং আগামী 19-সে মার্চ দুপুর 2-টো থেকে এটির প্রী-অর্ডার শুরু হবে।
অন্যদিকে Realme P3 5G-এর 6জিবি+128জিবি বিকল্পের দাম 16,999টাকা এবং 8জিবি+128জিবি ও 8জিবি+256জিবি বিকল্পের দাম যথাক্রমে 17,999টাকা এবং 19,999টাকা। এটি কমেট-গ্রে,নেবুলা-পিঙ্ক এবং স্পেস-সিলভার শেডে পাওয়া যাবে।গ্রাহকরা 2000-টাকার ব্যাঙ্ক অফারের সাথে উপরোক্ত হ্যান্ডসেটটি কিনতে পারবেন।আগামী 26-সে মার্চ দুপুর 12টা থেকে এটির বিক্রি শুরু হবে।এটি আজ,19মার্চ,সন্ধ্যা 6টা থেকে রাত 10টা(IST)পর্যন্ত অগ্রিম সেলে কিনতে পাওয়া যাবে।”
দেশের বাজারে উপরোক্ত হ্যান্ডসেটগুলি ফিল্পকার্ট,Realme ইন্ডিয়া ই-স্টোর এবং অন্যান্য খুচরো দোকানগুলোতে পাওয়া যাবে।
Realme P3 Ultra 5G-হ্যান্ডসেটটিতে একটি 6.83-ইঞ্চির 1.5K কোয়াড-কার্ভড স্ক্রিন আছে,যেটির টাচ্-স্যাম্পলিং-রেট 2,500Hz।এটি MediaTek Dimensity 8350 Ultra-চিপসেট পেয়েছে,সাথে 12জিবি LPDDR5X RAM এবং 256জিবি পর্যন্ত UFS 3.1-স্টোরেজ যুক্তকরা আছে।
অন্যদিকে P3 5G-ফোনটিতে 120Hz রিফ্রেশ-রেটের সাথে একটি 6.67-ইঞ্চির AMOLED ডিসপ্লে আছে,যেটির সর্বোচ্চ উজ্জ্বলতা লেভেল 2000নিট এবং টাচ্-স্যাম্পলিং-রেট 1500নিট এবং এটিতে ProXDR-এর সমর্থন আছে।এটিতে Snapdragon 6 Gen 4 5G-চিপসেট আছে এবং 8জিবি RAM ও 256জিবি পর্যন্ত স্টোরেজ অন্তর্ভুক্ত করা হয়েছে।ফোনগুলি Android 15-ভিত্তিক Realme UI 6.0-দ্বারা চালিত।
ক্যামেরার ক্ষেত্রে আলট্রা-মডেলটিতে OIS-সমর্থিত একটি 50-মেগাপিক্সেলের Sony IMX896-এর প্রধান সেন্সর সহ একটি 8-মেগাপিক্সেলের আলট্রা-ওয়াইড শুটার আছে। অন্যদিকে বেস-মডেলটিতে একটি 50-মেগাপিক্সেলের প্রধান সেন্সর এবং একটি 2-মেগাপিক্সেলের দ্বিতীয় সেন্সর আছে। উভয়ফোনেই 16-মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা আছে।
উভয় ফোনেতে 6050 mm² এরোস্পেস-গ্রেড VC কুলিং সিস্টেম রয়েছে এবং এগুলো 90 fps তে BGMI চলতে পারে বলে জানা গেছে।এগুলি AI-মোশন-কন্ট্রোল এবং AI-আলট্রা-টাচ্ কন্ট্রোলের মতো AI-ভিত্তিক GT বুস্ট গেমিং ফিচার দ্বারা সজ্জিত।
উভয় হ্যান্ডসেটেই 6000mAh-ব্যাটারী আছে।বেস-ভার্সনটি 45W-তারযুক্ত দ্রুত চার্জিং ব্যবস্থা এবং Ultra-ফোনটি 80W-এর AI bypass-চার্জিং প্রযুক্তিকে সমর্থন করে।ধূলো এবং জল প্রতিরোধের জন্য ভ্যানিলা-বিকল্পটি IP69-রেটিং পেয়েছে, আলট্রা-মডেলটি একসাথে IP66+IP68+IP69 রেটিংয়ের দা
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন