জুলাই মাসে ভারতে লঞ্চ হয়েছিল Realme X। ইতিমধ্যেই দুটি ফ্ল্যাশ সেলে জলদি এই ফোনের স্টক শেষ হয়েছে। শনিবার ফ্ল্যাশ সেলে পাওয়া যাবে এই স্মার্টফোন। আজ দুপুর 12 টায় Flipkart আর Realme ওয়েবসাইট থেকে পাওয়া যাবে এই ফোন। Realme X ফোনের প্রধান আকর্ষণ পপ-আপ সেলফি ক্যামেরা। ফোনের ভিতরে রয়েছে একটি Snapdragon 710 চিপসেট আর ডিসপ্লের নীচে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।
4GB RAM + 128GB স্টোরেজে Realme X এর দাম 16,999 টাকা। 8GB RAM + 128GB স্টোরেজে এই ফোন কিনতে 19,999 টাকা খরচ হবে। আজ Flipkart থেকে এই ফোন বিক্রি শুরু হবে। পোলার হোয়াইট আর স্পেস ব্লু রঙে পাওয়া যাবে এই স্মার্টফোন। আজ দুপুর 12 টায় শুধুমাত্র Flipkart আর Realme ওয়েবসাইট থেকে পাওয়া যাবে Realme X।
ডুয়াল সিম Realme X ফোনে Android 9.0 Pie অপারেটিং সিস্টেমের উপরে চলবে কোম্পানির ColorOS 6.0। এই ফোনে রয়েছে একটি 6.53 ইঞ্চি FHD+ ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে Snapdragon 710 চিপসেট, 8GB পর্যন্ত RAM আর 128GB পর্যন্ত স্টোরেজ।
ছবি তোলার জন্য Realme X ফোনের পিছনে থাকছে ডুয়াল ক্যামেরা এই ক্যামেরাইয় থাকছে 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সার। সাথে থাকছে 5 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সার। সেলফি তোলার জন্য থাকছে একটি 16 মেগাপিক্সেল পপ-আপ ক্যামেরা।
Realme X ফোনের ভিতরে রয়েছে 3,765mAh ব্যাটারি আর VOOC 3.0 ফাস্ট চার্জ সাপোর্ট।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন