20 নভেম্বর ভারতে লঞ্চ হবে Realme X2 Pro। সোমবার থেকে এই ফোনের ‘ব্লাইন্ড অর্ডার’ নেওয়া শুরু করল Realme। মাত্র 1,000 টাকার বিনিময়ে লঞ্চের আগেই Realme X2 Pro কেনা নিশ্চিত করতে পারবেন গ্রাহক।
Realme X2 Pro ফোনে থাকছে দুর্দান্ত স্পেসিফিকেশন
20 নভেম্বর ভারতে লঞ্চ হবে Realme X2 Pro। সোমবার থেকে এই ফোনের ‘ব্লাইন্ড অর্ডার' নেওয়া শুরু করল Realme। মাত্র 1,000 টাকার বিনিময়ে লঞ্চের আগেই Realme X2 Pro কেনা নিশ্চিত করতে পারবেন গ্রাহক।
সম্প্রতি প্রকাশিত এক টিজারে Realme জানিয়েছে 18 নভেম্বর Realme X2 Pro ব্লাইন্ড সেল অনুষ্ঠিত হবে। সোমবার দুপুর 12 টায়েই সেল শুরু হবে। মাত্র 1,000 টাকা জমা দিয়ে Realme X2 Pro কেনা নিশ্চিত করতে পারবেন গ্রাহক।
20 নভেম্বর লঞ্চ হবে Realme X2 Pro। 20-21 নভেম্বরের মধ্যে বাকি টাকা দিয়ে Realme X2 Pro কিনে নেওয়া যাবে। 20 নভেম্বর থেকেই এই ফোনের ডেলিভারি শুরু করবে চিনের কোম্পানিটি। প্রথম 855 জন গ্রাহক এই সুবিধা পাবেন। প্রসঙ্গত Realme X2 Pro কোম্পানির প্রথম ফ্ল্যাগশিপ স্মার্টফোন। সম্প্রতি চিনে এই ফোন লঞ্চ হয়েছিল। 20 নভেম্বর ভারতে লঞ্চ হবে Realme X2 Pro।
Realme X2 Pro ফোনে Android 9 Pie অপারেটিং সিস্টেমের উপরে ColorOS 6.1 স্কিন চলবে। এই ফোনে থাকছে একটি 6.5 ইঞ্চি FHD+ AMOLED ডিসপ্লে। এই ডিসপ্লেতে 90Hz রিফ্রেশ রেট আর ডিসি ডিমিং থাকছে। ডিসপ্লের উপরে ওয়াটার ড্রপ নচ থাকছে আর ডিসপ্লের নীচে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। Realme X2 Pro ফোনের ভিতরে থাকছে একটি Snapdragon 855+ চিপসেট 12GB পর্যন্ত LPDDR4X RAM আর 256GB পর্যন্ত UFS 3.0 স্টোরেজ।
Realme X2 Pro ফোনের পিছনে চারটি ক্যামেরা থাকছে। প্রাইমারি ক্যামেরায় থাকছে একটি 64 মেগাপিক্সেল Samsung GW1 সেন্সর। সাথে থাকছে 13 মেগাপিক্সেল টেলি-ফটো ক্যামেরা, 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা আর 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর।
কানেক্টিভিটির জন্য Realme X2 Pro ফোনে থাকছে 4G LTE, Wi-Fi 802.11ac, Bluetooth v5.0, GPS/ A-GPS, NFC, USB Type-C পোর্ট আর 3.5 মিমি অডিও জ্যাক। ফোনের ভিতরে থাকছে 4,000 mAh ব্যাটারি। সাথে থাকছে 50W ফাস্ট চার্জ সাপোর্ট। Realme X2 Pro এর ওজন 199 গ্রাম।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Paramount's New Offer for Warner Bros. Is Not Sufficient, Major Investor Says
HMD Pulse 2 Specifications Leaked; Could Launch With 6.7-Inch Display, 5,000mAh Battery