Photo Credit: Weibo/ Xu Qi Chase
2018 সালে লঞ্চের পর থেকেই Xiaomi কে বেশ চাপে রেখেছে Realme। একের পর এক স্মার্টফোন লঞ্চ করে ভারত ও চিনের বাজারে নিজেদের জমি শক্ত করছে Realme। সম্প্রতি 64MP ক্যামেরা সহ ভারতে লঞ্চ হয়েছিল Realme XT। এবার আরও একটি 64MP ক্যামেরার ফোন নিয়ে আসছে চিনের কোম্পানিটি। 24 সেপ্টেম্বর চিনে লঞ্চ হবে Realme X2। এই ফোনে, 30W VOOC 4.0 ফ্ল্যাশ চার্জ। কয়েক দিনের মধ্যেই ভারতে Realme XT 730G নামে লঞ্চ হবে এই স্মার্টফোন।
Diwali With Mi Sale: মাত্র 1 টাকায় মিলবে Redmi K20, এক নজরে সব অফার
Realme X2 ফোনে একটি Super AMOLED ডিসপ্লে থাকবে। এই ফোনে স্ক্রিন টু বডি রেশিও 91.9 শতাংশ। Realme X2 ফোনের ভিতরে থাকছে Snapdragon 730G চিপসেট। সাথে থাকছে 6GB LPDDR4X RAM আর 128GB UFS 2.1 স্টোরেজ।
Amazon Great Indian Festival Sale: সস্তা হচ্ছে এই জনপ্রিয় স্মার্টফোনগুলি
ছবি তোলার জন্য এই ফোনের পিছনে চারটি ক্যামেরা থাকবে। এই ক্যামেরায় থাকবে একটি 64 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সাথে থাকছে 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। Realme X2 ফোনের ভিতরে থাকবে একটি 4,000 mAh ব্যাটারি। 30W VOOC 4.0 ফ্ল্যাশ চার্জের মাধ্যমে জলদি এই ফোনের ব্যাটারি চার্জ হবে।
আয়কর দফতরের ইমেলের ছদ্মবেশে ম্যালওয়ার! জারি সতর্কতা
24 সেপ্টেম্বর চিনে লঞ্চ হবে Realme X2। Realme XT লঞ্চের সময় ভারতে Realme প্রধান মাধব শেঠ জানিয়েছিলেন শিঘ্রই ভারতে আসবে এই স্মার্টফোন। যদিও ভারতে কবে Realme -র 64 মেগাপিক্সেল ক্যামেরার দ্বিতীয় স্মার্টফোন লঞ্চ হবে জানা যায়নি।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন