সম্প্রতি চীনে উন্মোচিত হয়েছে এক আকর্ষণীয় স্মার্টফোন Redmi 14R

সম্প্রতি চীনে উন্মোচিত হয়েছে এক আকর্ষণীয় স্মার্টফোন Redmi 14R

Photo Credit: Redmi

Redmi 14R (pictured) arrives as the successor to the Redmi 13R

হাইলাইট
  • Redmi 14R ফোনটি অ্যানড্রয়েড 14 এর সাথে শাওমি HyperOS স্কিন দ্বারা চাল
  • হ্যান্ডসেটটিতে একটি 13-মেগাপিক্সেল প্রাথমিক ক্যামেরা আছে
  • Redmi 14R ফোনটিতে 120Hz রিফ্রেশ রেট যুক্ত একটি 6.88-ইঞ্চি LCD ডিসপ্লে আ
বিজ্ঞাপন

চীনেতে লঞ্চ করা হলো শাওমি কোম্পানীর অধিনস্ত Redmi 14R। অসাধারণ বাজেটের মধ্যে এই নতুন ফোনটি Snapdragon 4 Gen 2 চিপসেট প্রসেসর দ্বারা চালিত। এটিতে সর্বোচ্চ 8 জিবি পর্যন্ত RAM এবং 256 জিবি পর্যন্ত স্টোরেজ অন্তর্ভুক্ত করা হয়েছে। নতুন হ্যান্ডসেটটি অ্যানড্রয়েড 14 ভিত্তিক HyperOs দ্বারা সজ্জিত হয়ে আসছে। এটি 18W এর চার্জিং ব্যাবস্থা সহ একটি 5,160 mAh ব্যাটারী দ্বারা চালিত। Redmi 13R এর উত্তরসূরী ফোনটি একটি 13 মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা এবং একটি 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা যুক্ত করা আছে।

Redmi 14R এর দাম এবং উপলব্ধতা:

রেডমি 14R এর 4জিবি RAM এবং 128 জিবি স্টোরেজের দাম শুরু হচ্ছে ভারতীয় মূল্যে প্রায় 13,000 টাকা( CNY 1,099)। স্মার্টফোনটি 6জিবি+128 জিবি, 8জিবি+ 128 জিবির মূল্য যথাক্রমে ভারতীয় মূল্যে 17,700 টাকা(CNY 1499) এবং প্রায় 20,100 টাকা(CNY 1,699)।
ফোনটির আরো একটি বিকল্প 8জিবি+256জিবির দাম ভারতীয় মূল্যে প্রায় 22,500 টাকা(CNY 1,899)।
চীনে কোম্পানীর ওয়েবসাইটের মাধ্যমে নতুন Redmi 14R ফোনটি ডিপ ওশান ব্লু, লেভেন্ডার, অলিভ গ্রীন, শ্যাডো ব্ল্যাক রঙের বিকল্পে পাওয়া যাচ্ছে। তবে এখনো পর্যন্ত হ্যান্ডসেটটি ভারত তথা বিশ্ব বাজারে কবে উন্মোচিত হবে সেই বিষয়ে কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

Redmi 14R এর স্পেসিফিকেশন :

Redmi 14R ফোনটি অ্যানড্রয়েড 14 ভিত্তিক HyperOs দ্বারা সজ্জিত। এটি snapdragon 4 Gen 2 চিপসেট প্রসেসর দ্বারা চালিত। ফোনটি 6.68 ইঞ্চির HD+ LCD ডিসপ্লে দ্বারা সজ্জিত এবং এটির রিফ্রেশ রেট 120Hz। এটি সর্বোচ্চ 600নিট উজ্জ্বলতা বহন করে। ডুয়াল ন্যানো সিম যুক্ত ফোনটি 8 জিবি পর্যন্ত RAM দ্বারা সজ্জিত হয়ে আছে।

কোম্পানীর মতে হ্যান্ডসেটটি একটি সেন্সর সহ 13 মেগাপিক্সেলের প্রধান ক্যামেরার সাথে সজ্জিত হয়ে আছে। এছাড়াও সেলফি এবং ভিডিও কলের জন্য ফোনটির সামনের অংশে জলের বিন্দুর মতো আকৃতির ডিজাইনের একটি 5 মেগাপিক্সেলের ক্যামেরা আছে। ব্যাবহারকারীরা ফোনটির মধ্যে 256 জিবি পর্যন্ত অন্তর্ভুক্ত স্টোরেজ পেয়ে যাবেন।

সংযোগের ক্ষেত্রে এটিতে 5জি, 4জি LTE, Wi-Fi, ব্লুটুথ, GPS, একটি USB Type-C পোর্ট এবং একটি ,3.5 মিমি হেডফোনের জ্যাকের স্থান নির্মাণ করা হয়েছে। এছাড়াও ফোনটির পাশের অংশে সামান্য উঁচু করে ফিঙ্গার প্রিন্ট সেন্সর যুক্ত করা আছে। Redmi 14R ফোনটি 18W এর চার্জিংএর মাধ্যমে 5,160 mAh ব্যাটারী দ্বারা চালিত।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Gadgets 360 Staff The resident bot. If you email me, a human will respond. অধিক
ফেসবুকে শেয়ার করুন Gadgets360 Twitter Shareটুইট শেয়ার Snapchat রেডিট কমেন্ট

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. খুব শীঘ্রই লঞ্চ হতে পারে অসাধারণ পাতলা প্রোফাইলের সাথে Samsung Galaxy S25 Edge
  2. টিজ করা হয়েছে Nothing কোম্পানির নতুন একটি হ্যান্ডসেটের ডিজাইন স্কেচ
  3. স্যামসাং কোম্পানী লঞ্চ করলো Galaxy S25-সিরিজের একটি নতুন হ্যান্ডসেট Samsung Galaxy S25 Ultra
  4. স্যামসাং-এর গ্যালাক্সি অ্যানপ্যাকড ইভেন্টে উন্মোচিত করা হয়েছে কোম্পানির বেশ কয়েকটি নতুন ডিভাইস
  5. খুব শীঘ্রই হোয়াটসঅ্যাপের স্ট্যাটাস সম্বন্ধিত একটি নতুন ফিচার রোল আউট করা হবে
  6. ফাঁস হয়ে গেছে আসন্ন Redmi K90 Pro হ্যান্ডসেট সম্বন্ধিত কিছু বিবরণ
  7. iQOO কোম্পানীর পরবর্তী স্মার্টফোন হিসেবে আসতে পারে iQOO Neo 10R 5G, এক নতুন হ্যান্ডসেট
  8. নতুন নক্ষত্র তৈরি হওয়ার পথে এক অসাধারণ দৃশ্য দেখা গিয়েছে নক্ষত্রমণ্ডলে
  9. আগামী 22সে জানুয়ারি স্যামসাং অনুষ্ঠিত করতে চলেছে গ্যালাক্সি অ্যানপ্যাকড ইভেন্ট
  10. ইনস্টাগ্রাম নিয়ে এলো তাদের তৈরি নতুন ভিডিও এডিটিং অ্যাপ “Edits”
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »