Photo Credit: Redmi
চীনেতে লঞ্চ করা হলো শাওমি কোম্পানীর অধিনস্ত Redmi 14R। অসাধারণ বাজেটের মধ্যে এই নতুন ফোনটি Snapdragon 4 Gen 2 চিপসেট প্রসেসর দ্বারা চালিত। এটিতে সর্বোচ্চ 8 জিবি পর্যন্ত RAM এবং 256 জিবি পর্যন্ত স্টোরেজ অন্তর্ভুক্ত করা হয়েছে। নতুন হ্যান্ডসেটটি অ্যানড্রয়েড 14 ভিত্তিক HyperOs দ্বারা সজ্জিত হয়ে আসছে। এটি 18W এর চার্জিং ব্যাবস্থা সহ একটি 5,160 mAh ব্যাটারী দ্বারা চালিত। Redmi 13R এর উত্তরসূরী ফোনটি একটি 13 মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা এবং একটি 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা যুক্ত করা আছে।
রেডমি 14R এর 4জিবি RAM এবং 128 জিবি স্টোরেজের দাম শুরু হচ্ছে ভারতীয় মূল্যে প্রায় 13,000 টাকা( CNY 1,099)। স্মার্টফোনটি 6জিবি+128 জিবি, 8জিবি+ 128 জিবির মূল্য যথাক্রমে ভারতীয় মূল্যে 17,700 টাকা(CNY 1499) এবং প্রায় 20,100 টাকা(CNY 1,699)।
ফোনটির আরো একটি বিকল্প 8জিবি+256জিবির দাম ভারতীয় মূল্যে প্রায় 22,500 টাকা(CNY 1,899)।
চীনে কোম্পানীর ওয়েবসাইটের মাধ্যমে নতুন Redmi 14R ফোনটি ডিপ ওশান ব্লু, লেভেন্ডার, অলিভ গ্রীন, শ্যাডো ব্ল্যাক রঙের বিকল্পে পাওয়া যাচ্ছে। তবে এখনো পর্যন্ত হ্যান্ডসেটটি ভারত তথা বিশ্ব বাজারে কবে উন্মোচিত হবে সেই বিষয়ে কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
Redmi 14R ফোনটি অ্যানড্রয়েড 14 ভিত্তিক HyperOs দ্বারা সজ্জিত। এটি snapdragon 4 Gen 2 চিপসেট প্রসেসর দ্বারা চালিত। ফোনটি 6.68 ইঞ্চির HD+ LCD ডিসপ্লে দ্বারা সজ্জিত এবং এটির রিফ্রেশ রেট 120Hz। এটি সর্বোচ্চ 600নিট উজ্জ্বলতা বহন করে। ডুয়াল ন্যানো সিম যুক্ত ফোনটি 8 জিবি পর্যন্ত RAM দ্বারা সজ্জিত হয়ে আছে।
কোম্পানীর মতে হ্যান্ডসেটটি একটি সেন্সর সহ 13 মেগাপিক্সেলের প্রধান ক্যামেরার সাথে সজ্জিত হয়ে আছে। এছাড়াও সেলফি এবং ভিডিও কলের জন্য ফোনটির সামনের অংশে জলের বিন্দুর মতো আকৃতির ডিজাইনের একটি 5 মেগাপিক্সেলের ক্যামেরা আছে। ব্যাবহারকারীরা ফোনটির মধ্যে 256 জিবি পর্যন্ত অন্তর্ভুক্ত স্টোরেজ পেয়ে যাবেন।
সংযোগের ক্ষেত্রে এটিতে 5জি, 4জি LTE, Wi-Fi, ব্লুটুথ, GPS, একটি USB Type-C পোর্ট এবং একটি ,3.5 মিমি হেডফোনের জ্যাকের স্থান নির্মাণ করা হয়েছে। এছাড়াও ফোনটির পাশের অংশে সামান্য উঁচু করে ফিঙ্গার প্রিন্ট সেন্সর যুক্ত করা আছে। Redmi 14R ফোনটি 18W এর চার্জিংএর মাধ্যমে 5,160 mAh ব্যাটারী দ্বারা চালিত।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন