বাজেট সেগমেন্ট আরও এখটি নতুন স্মার্টফোন নিয়ে আসছে Redmi। নতুন এই ফোনের নাম Redmi 7। সোমবার চিনে এই স্মার্টফোন লঞ্চ করবে Xiaomi। একই সাথে চিনে লঞ্চ হবে Redmi Note 7 Pro। ইতিমধ্যেই ভারতে Redmi Note 7 Pro লঞ্চ হলেও এই প্রথম সামনে আসছে Redmi 7।
সোমবার ভারতীয় সময় সকাল 11 টা 30 মিনিটে চিনে Redmi 7 লঞ্চ ইভেন্ট শুরু হবে। কোম্পানির অফিশিয়াল ওয়েবসাইট থেকে এই লঞ্চ ইভেন্ট সরাসরি দেখাবে Xiaomi। আগেই জানানো হয়েছে Redmi 7 এর সাথেই এই ইভেন্টে চিনে Redmi Note 7 Pro লঞ্চ হবে।
আরও পড়ুন: 16 দিন ব্যাক-আপ সহ লঞ্চ হল Redmi 7
700 ইউয়ান থেকে 800 ইউয়ান (প্রায় 9,300 টাকা) দামে চিনে লঞ্চ হবে Redmi 7। কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়ায় এই ফোনের দামের আভাশ দিয়েছিলেন Xiaomi প্রধান লেই জুন।
Redmi 7 ফোনে থাকতে পারে একটি 6.26 ইঞ্চি HD+ ডিসপ্লে। ফোনের ভিতরে থাকতে পারে Snapdragon 632 চিপসেট, 2GB/3GB/4GB RAM আর 16GB/32GB/64GB স্টোরেজ। ফোনের ভিতরে থাকবে একটি 4,000 mAh ব্যাটারি।
ছবি তোলার জন্য Redmi 7 ফোনে থাকছে ডুয়াল ক্যামেরা সেট আপ। এই ফোনের প্রাইমারি ক্যামেরায় থাকছে একটি 12 মেগাপিক্সেল সেন্সর। সাথে থাকছে একটি 8 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। কালো, নীল, ধুসর, সবুজ, গোলাপী, বেগুনী, লাল ও সাদা রঙে পাওয়া যাবে এই স্মার্টফোন। এই ফোনের ওজন 180 গ্রাম।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন