Redmi 7 ফোনের স্পেসিফিকেশান ফাঁস হয়েছে। এই ফোনে থাকছে 6.26 ইঞ্চি HD+ ডিসপ্লে, 3,900 mAh আর Android 9 Pie অপারেটিং সিস্টেম।
Redmi 7 ফোনের পিছনে থাকছে ডুয়াল ক্যামেরা সেট আপ
18 মার্চ চিনে লঞ্চ হবে Redmi Note 7 Pro। একই ইভেন্টে লঞ্চ হতে পারে Redmi 7। সম্প্রতি Redmi সিইও লু ওয়েবিং সোশ্যাল মিডিয়াল একটি পোস্টে এই খবর জানিয়েছেন। ইতিমধ্যেই TENAA সার্টিফিকেশান ওয়েবসাইটে Redmi 7 ফোনটি দেখে গিয়েছিল। M1810F6LE মডেল নম্বরে সামনে এসেছিল এই ফোন। Redmi 7 ফোনে থাকবে 6.26 ইঞ্চি HD+ ডিসপ্লে, 3,900 mAh ব্যাটারি আর Android Pie অপারেটিং সিস্টেম।
লু সোশ্যাল মিডিয়া পোস্টে জানিয়েছেন 18 মার্চ ইভেন্টে Redmi Note 7 Pro এর সাথেই নতুন একটি প্রোডাক্ট লঞ্চ করবে কোম্পানি। তবে এই ইভেন্টে Redmi Note 7 Pro এর সাথে কোন প্রোডাক্ট লঞ্চ হবে তা জানানো হয়নি। টেক গুরুরা মনে করছে এই ইভেন্টেই চিনে লঞ্চ হবে Redmi 7।
গত সপ্তাহে TENAA সার্টিফিকেশান ওয়েবসাইটে Redmi 7 স্পেসিফিকেশান সামনে এসেছিল। সার্টিফিকেশান ওয়েবসাইটে Redmi 7 ফোনের স্পেসিফিকেশান ফাঁস হয়েছে। এই ফোনে থাকছে 6.26 ইঞ্চি HD+ ডিসপ্লে, 3,900 mAh আর Android 9 Pie অপারেটিং সিস্টেম।
TENAA সার্টিফিকেশান ওয়েবসাইটে জানানো হয়েছে আটটি আলাদা রঙে পাওয়া যাবে নতুন Redmi 7। কালো, নীল, ধুসর, সবুজ, গোলাপী, বেগুনী, লাল ও সাদা রঙে পাওয়া যাবে এই স্মার্টফোন। ফোনের ভিতরে থাকছে অক্টা-কোর প্রসেসার। সাথে থাকছে 2GB, 3GB আর 4GB RAM। আর থাকছে 16GB, 32GB আর 64GB স্টোরেজ। Redmi 7 ফোনের পিছনে থাকছে ডুয়াল ক্যামেরা।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Battlefield Redsec, Battlefield 6's Free-to-Play Battle Royale Mode, Arrives October 28