Redmi 7 ফোনের পিছনে থাকছে ডুয়াল ক্যামেরা সেট আপ
18 মার্চ চিনে লঞ্চ হবে Redmi Note 7 Pro। একই ইভেন্টে লঞ্চ হতে পারে Redmi 7। সম্প্রতি Redmi সিইও লু ওয়েবিং সোশ্যাল মিডিয়াল একটি পোস্টে এই খবর জানিয়েছেন। ইতিমধ্যেই TENAA সার্টিফিকেশান ওয়েবসাইটে Redmi 7 ফোনটি দেখে গিয়েছিল। M1810F6LE মডেল নম্বরে সামনে এসেছিল এই ফোন। Redmi 7 ফোনে থাকবে 6.26 ইঞ্চি HD+ ডিসপ্লে, 3,900 mAh ব্যাটারি আর Android Pie অপারেটিং সিস্টেম।
লু সোশ্যাল মিডিয়া পোস্টে জানিয়েছেন 18 মার্চ ইভেন্টে Redmi Note 7 Pro এর সাথেই নতুন একটি প্রোডাক্ট লঞ্চ করবে কোম্পানি। তবে এই ইভেন্টে Redmi Note 7 Pro এর সাথে কোন প্রোডাক্ট লঞ্চ হবে তা জানানো হয়নি। টেক গুরুরা মনে করছে এই ইভেন্টেই চিনে লঞ্চ হবে Redmi 7।
গত সপ্তাহে TENAA সার্টিফিকেশান ওয়েবসাইটে Redmi 7 স্পেসিফিকেশান সামনে এসেছিল। সার্টিফিকেশান ওয়েবসাইটে Redmi 7 ফোনের স্পেসিফিকেশান ফাঁস হয়েছে। এই ফোনে থাকছে 6.26 ইঞ্চি HD+ ডিসপ্লে, 3,900 mAh আর Android 9 Pie অপারেটিং সিস্টেম।
TENAA সার্টিফিকেশান ওয়েবসাইটে জানানো হয়েছে আটটি আলাদা রঙে পাওয়া যাবে নতুন Redmi 7। কালো, নীল, ধুসর, সবুজ, গোলাপী, বেগুনী, লাল ও সাদা রঙে পাওয়া যাবে এই স্মার্টফোন। ফোনের ভিতরে থাকছে অক্টা-কোর প্রসেসার। সাথে থাকছে 2GB, 3GB আর 4GB RAM। আর থাকছে 16GB, 32GB আর 64GB স্টোরেজ। Redmi 7 ফোনের পিছনে থাকছে ডুয়াল ক্যামেরা।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন