Redmi K90 Ultra is expected to be the successor to the Redmi K80 Ultra (pictured)
Photo Credit: Redmi
Redmi K90 Ultra এমন ফিচার নিয়ে আসছে যা শুনলে চোখ কপালে উঠবে। আসন্ন স্মার্টফোনে বিশাল ব্যাটারির সঙ্গে স্লিম ও স্টাইলিশ ডিজাইনের সমন্বয় ঘটতে চলেছে। রেডমি এই বিষয়ে এখনও মুখ না খুললেও একটি সূত্র থেকে জানা গিয়েছে, সংস্থার নতুন ফোনে 10,000mAh ব্যাটারি ব্যবহার হবে। এটি 100W ওয়্যার্ড ফাস্ট চার্জিং প্রযুক্তি ও ফুল-স্পিড ওয়্যারলেস চার্জিং সাপোর্টের সঙ্গে আসবে। আরও অবাক করার মতো ব্যাপার হল, এমন পাওয়ারফুল ব্যাটারি ও বেশি ওয়াটের চার্জিং সাপোর্ট থাকা সত্ত্বেও ফোনটির বডি থিকনেস 8.5 মিলিমিটারের কম হবে। প্রসঙ্গত, পূর্বসূরী Redmi K80 Ultra মডেলের ব্যাটারি ক্যাপাসিটি 7,410mAh ছিল।
জনপ্রিয় চাইনিজ টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন এখনও লঞ্চ হয়নি এমন একটি অচেনা স্মার্টফোনের স্পেসিফিকেশন প্রকাশ করেছেন। গিজমোচিনার প্রতিবেদনে দাবি করা হয়েছে, সেই ফোনটির তথ্য আগের একটি পোস্টে উল্লেখ করা Redmi K90 Ultra-এর সঙ্গে মিলে যাচ্ছে। টিপস্টার আগে জানিয়েছিলেন যে সম্ভাব্য ফোনটি 8,000mAh-এর বেশি ক্ষমতার ব্যাটারি পেতে পারে।
ডিজিটাল চ্যাট স্টেশনের লেটেস্ট পোস্ট অনুসারে, Redmi K90 Ultra মডেলে 10,000mAh ব্যাটারি থাকতে পারে। যদি খবরটি সত্যি হয়, তাহলে অক্টোবরে চীনে লঞ্চ হওয়া Redmi K90 এবং Redmi K90 Pro Max-এর থেকেও বড় আপগ্রেড হবে। এই দুই ফোনে যথাক্রমে 7,100mAh ও 7,560mAh ব্যাটারি দেওয়া হয়েছে।
অন্যান্য সম্ভাব্য স্পেসিফিকেশনের কথা বললে, রেডমির আসন্ন ফোনটি MediaTek Dimensity 9-সিরিজের ফ্ল্যাগশিপ প্রসেসরে চলবে। রিপোর্ট বলছে, এতে 6.8x ইঞ্চি ফ্ল্যাট ডিসপ্লে থাকতে পারে। এটি 165 হার্টজ রিফ্রেশ রেট ও 1.5K রেজোলিউশন সাপোর্টের সঙ্গে আসার সম্ভাবনা। এছাড়াও, ডিভাইসটি ইন-স্ক্রিন আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, মেটাল ফ্রেম, ও উন্নত মানের জল এবং ধুলোরোধী ক্ষমতার সঙ্গে আসবে বলে মনে করা হচ্ছে।
প্রসঙ্গত, বর্তমানে রেডমির ফ্ল্যাগশিপ মডেলের নাম K90 Pro Max। এটি রেডমির প্রথম Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর চালিত স্মার্টফোন। হ্যান্ডসেটটি মার্কিন অডিও জায়ান্ট Bose-এর টিউন করা 2.1 চ্যানেল স্পিকারের সঙ্গে এসেছে। এটি 16 জিবি পর্যন্ত র্যাম ও সর্বোচ্চ 1 টিবি স্টোরেজ অপশনে লঞ্চ হয়েছে। আবার এই ফোন বেশ কিছু পরিবর্তনের সঙ্গে Poco F8 Ultra নামে গ্লোবালি রিলিজ হয়েছে।
অরিজিনাল ও রিব্র্যান্ডেড উভয়েই ট্রিপল ক্যামেরা রয়েছে, যা অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, f/2.4 অ্যাপারচার সহ 50 মেগাপিক্সেল আলট্রাওয়াইড ক্যামেরা, ও 50 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো লেন্স নিয়ে গঠিত। ব্যাক ক্যামেরা 8K ভিডিও রেকর্ড করতে সক্ষম। সেলফি ক্যামেরা 32 মেগাপিক্সেলের ও এটি 4K ভিডিও রেকর্ডিং সাপোর্ট করে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.