Poco F8 Pro মডেলটি Snapdragon 8 Elite প্রসেসরে চলবে, যেখানে F8 Ultra ভ্যারিয়েন্টে Snapdragon 8 Elite Gen 5 চিপসেট থাকবে বলে জানা গেছে। ডিজাইন, প্রসেসর, বা ফিচার — সবকিছুই ইঙ্গিত করছে যে, Poco F8 Pro ও F8 Ultra যথাক্রমে Redmi K90 ও Redmi K90 Pro Max-এর রিব্র্যান্ডেড ভার্সন।