Xiaomi আজ ভারতে Redmi Note 15 Pro 5G ও Redmi Note 15 Pro+ 5G লঞ্চ করেছে।
Photo Credit: Redmi
Redmi Note 15 Pro Series 5G is equipped with a 200-megapixel camera
Redmi Note 15 Pro 5G সিরিজ অপেক্ষার অবসান ঘটিয়ে ভারতে লঞ্চ হয়েছে। এই লাইনআপের অধীনে Redmi Note 15 Pro 5G এবং Redmi Note 15 Pro+ 5G দেশের বাজারে এসেছে। উভয় ফোনে অফলাইন কলিং ফিচার আছে। এটি মোবাইল নেটওয়ার্ক কিংবা Wi-Fi ছাড়াই এক কিমির মধ্যে কল করতে দেবে। দুই মডেলেই IP66 + IP68 + IP69 + IP69K জল ও ধুলো প্রতিরোধী রেটিং আছে। Redmi Note 15 Pro 5G সিরিজের বিশেষ ফিচার্সের মধ্যে Dolby Atmos এর সাথে স্টেরিও স্পিকার, 200 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 6,500mAh+ ক্যাপাসিটি ব্যাটারি, ভ্যাপার চেম্বার কুলিং সিস্টেম, 100W ফাস্ট চার্জিং সাপোর্ট-সহ আরও অনেক কিছু রয়েছে।
রেডমি নোট 15 প্রো 5G ও রেডমি নোট 15 প্রো+ 5G ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপের সাথে এসেছে। দুই ফোনে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন ও f/1.7 অ্যাপারচার যুক্ত 200 মেগাপিক্সেল স্যামসাং HPE ক্যামেরা সেন্সর এবং 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা আছে। ব্যাক ক্যামেরা 4K ভিডিও রেকর্ডিং সাপোর্ট করে। Pro মডেলের সামনে 20 মেগাপিক্সেল ক্যামেরা আছে, যেখানে Pro+ ভ্যারিয়েন্টের সেলফি ক্যামেরা 32 মেগাপিক্সেলের।
Redmi Note 15 Pro 5G সিরিজে একটি 6.83 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে আছে। এটি 120 হার্টজ রিফ্রেশ রেট, 1.5K রেজোলিউশন (2,772 x 1,280 পিক্সেল), HDR10+, ডলবি ভিশন, ও 3,200 নিট পিক ব্রাইটনেস সমর্থন করে। উভয় ফোনের স্ক্রিনের নিচে আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে। স্ক্রিনের উপরে Corning Gorilla Glass Victus 2 কভার বর্তমান।
নতুন ফোনগুলি Android 15-নির্ভর Hyper OS 2 কাস্টম সফটওয়্যারে রান করে। সংস্থা চারটি মেজর Android আপগ্রেড ও ছয় বছর সিকিউরিটি আপডেট প্রদান করবে। Redmi Note 15 Pro 5G মডেলে MediaTek Dimensity 7400 Ultra প্রসেসরে আছে৷ ফোনটি 45W ফাস্ট চার্জিং ও 22.5W রিভার্স চার্জিং-সহ 6,580mAh সিলিকন-কার্বন ব্যাটারির সাথে এসেছে।
অন্য দিকে, Redmi Note 15 Pro+ 5G ভ্যারিয়েন্টে Snapdragon 7s Gen 4 প্রসেসর, 100W ফাস্ট চার্জিং, এবং 6,500mAh ব্যাটারি আছে। রেডমির নয়া সিরিজে সর্বোচ্চ 512 জিবি UFS 2.2 স্টোরেজ ও 12 জিবি পর্যন্ত LPDDR4x র্যাম পাওয়া যায়। Redmi Note 15 Pro 5G এর বেস 8 জিবি র্যাম ও 128 জিবি স্টোরেজ ভার্সনের দাম 29,999 টাকা। 8 জিবি র্যাম ও 256 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য 31,999 টাকা রাখা হয়েছে। এটি সিলভার অ্যাশ, কার্বন ব্ল্যাক, এবং মাইরেজ ব্লু রঙে উপলব্ধ হবে।
Redmi Note 15 Pro+ 5G এর বেস 8 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ এবং 12 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ ভার্সনের দাম যথাক্রমে 37,999 টাকা ও 39,999 টাকা রাখা হয়েছে। টপ 12 জিবি র্যাম + 512 জিবি স্টোরেজ অপশনের মূল্য 43,999 টাকা। ফোনটি কফি মোকা, কার্বন ব্ল্যাক, ও মাইরেজ ব্লু রঙের বিকল্পে বিক্রি হবে।
ক্রেতারা ICICI, SBI, ও HDFC ব্যাঙ্কের ক্রেডিট কার্ডে3,000 টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাবে। এর ফলে Redmi Note 15 Pro 5G সিরিজের স্টার্টিং প্রাইস 26,999 টাকায় নেমে আসবে। নতুন ফোন দু'টি ফেব্রুয়ারি 3 থেকে Amazon, শাওমির অনলাইন স্টোর, ও অফলাইন রিটেল চ্যানেলে পাওয়া যাবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
iPhone 18 Series Pricing Could Remain Unchanged Despite Rising Memory Costs, Analyst Claims