Redmi Note 5 Pro ফোনে MIUI 10 9.3.25 Closed Beta ROM পৌঁছাতে শুরু করল। এই আপডেটের হাত ধরে জনপ্রিয় এই ফোনে Android Pie অপারেটিং সিস্টেম পৌঁছে গেল। ফেব্রুয়ারি মাসে বিটা প্রোগ্রামের রেজিস্ট্রেশান শুরু করেছিল Xiaomi। বিটা আপডেট হওয়ার কারনে এখন এই আপডেটে অনেক বাগ থাকার সম্ভাবনা রয়েছে। গত বছর সেপ্টেম্বর মাসে Redmi Note 5 Pro ফোনে MIUI 10 আপডেট পৌঁছেছিল। অবশেষে এই ফোনে Android Pie পৌঁছাতে শুরু করল। শিঘ্রই স্টেবেল আপডেটেও পৌঁছে যাবে Android Pie।
ইতিমধ্যেই XDA Developers ফোরামে MIUI 10 9.3.25 Closed Beta ROM ডাউনলোড করার লিঙ্ক পোস্ট করা হয়েছে। তবে বিটা আপডেট হওয়ার কারনে প্রথম ফোনে এই আপডেট ইন্সটল করার আগে ভেবে নেওয়া উচিত। XDA Developers ওয়েবসাইটে প্রকাশিত এই ফাইল সাইজ 1.7GB। যোগ হয়েছে ডার্ক মোড, নতুন নোটিফিকেশান, আর সেটিংস এ নতুন মেনু।
জানুয়ারি মাসে সস্তা হয়েছিল Redmi Note 5 Pro। দাম কমার পরে 4GB RAM ভেরিয়েন্টের Redmi Note 5 Pro কিনতে 12,999 টাকা আর 6GB RAM ভেরিয়েন্টের Redmi Note 5 Pro কিনতে 13,999 টাকা খরচ হবে।
ডুয়াল সিম Redmi Note 5 Pro তে রয়েছে 5.99 ইঞ্চি FHD+ ডিসপ্লে। এই ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও 18:9। ফোনের ভিতরে থাকছে একটি Qualcomm Snapdragon 636 চিপসেট, 4GB/6GB RAM আর 64GB স্টোরেজ।
Redmi Note 5 Pro তে রয়েছে একটি ডুয়াল রিয়ার ক্যামেরা সেট আপ। এই ক্যামেরায় থাকছে 12MP প্রাইমারি সেন্সার আর 5MP সেকেন্ডারি সেন্সার। এছাড়াও এই ফোনের সামনে রয়েছে একটি 20MP সেলফি ক্যামেরা।
কানেক্টিভিটির জন্য Redmi Note 5 Pro তে রয়েছে 4G VoLTE, Wi-Fi 802.11 b/g/n, Bluetooth, GPS/ A-GPS, 3.5মিমি হেডফোন জ্যাক আর Micro-USB পোর্ট। Redmi Note 5 Pro এর ভিতরে রয়েছে একটি বিশাল 4000 mAh ব্যাটারি। Redmi Note 5 Pro এর ওজন 181 গ্রাম।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন