Redmi Note 5 Pro কোম্পানির প্রথম স্মার্টফোন যা Oreo 8.1 আপডেট পেল।
Redmi Note 5 Pro কোম্পানির প্রথম স্মার্টফোন যা Oreo 8.1 আপডেট পেল।
Redmi Note 5 Pro তে এসে গেল Android Oreo 8.1 আপডেট। এটি কোম্পানির প্রথম স্মার্টফোন যা Oreo 8.1 আপডেট পেল। গত ফেব্রুয়ারী মাসে ভারতে লঞ্চ হয়েছিল Redmi Note 5 Pro। এই ফোনের অন্যতম আকর্ষন ফোনের 5.99 ইঞ্চি 18:9 ডিসপ্লে, সেলফি লাইট মডিউল, ডুয়াল রিয়ার ক্যামেরা ও 4000 mAh ব্যাটারি। যদিও লঞ্চের সময় এই ফোনে ছিল Nougat বেসড MIUI অপারেটিং সিস্টেম। ভালো হার্ডওয়ার লঞ্চ করেও পুরনো সফটওয়ার ব্যাবহারের কারনে সমালোচনার মুকোমুখি হতে হয়েছিল চিনের এই স্মার্টফোন কোম্পানিকে। আর এবার MIUI 9.5 গ্লোবাল রমের এর হাত ধরে Redmi Note 5 Pro তে এলো লেটেস্ট Android Oreo আপডেট।
গত মাসেই MIUI 9.5 গ্লোবাল রম দিতে শুরু করেছিল ভারতের Redmi Note 5 Pro গ্রাহকদের। বাগ ফিক্স ও আরও কিছু ফিচার সহ এই রম আপডেত করেছিল কোম্পানি। কিন্তু অফিশিয়াল ফোরামে সেই কথা কখনই জানায়নি Xiaomi। XDA Developers এ এক রিপোর্টে জানানো হয়েছে এই থেডটি ডিলিত করে দেওয়া হয়েছে। জানানো হয়েছে এই আপডেটে রয়েছে Android Oreo 8.1। এই রিপোর্টেই জানানো হয়েছে হয়তো নতুন বাগ খুঁজে পাওয়ার কারনেই অফিশিয়াল ফোরাম থেকে ডিলিট করে দেওয়া হয়েছে এই ফাইলটি।
আগে Mi এর অফিশিয়াল ফোরামে এই মডারেটার জানিয়েছিলেন Redmi Note 5 Pro এর গ্রাহকরা যাঁরা এখনো MIUI 9 Beta Stable V9.5.6.0.OEIMIFA ভার্সানের আপডেট পান নি আর কিছুদিনের মধ্যেই তাদের ফোনে চলে আসবে এই আপডেট। Mi অফিশিয়াল ফোরামের ঐ মডারেটার আরও জানান OTA আপডেটের মাধ্যমেই Redmi Note 5 Pro গ্রাহকদের ফোনে পৌঁছাবে এই আপডেট।
নিজের Redmi Note 5 Pro তে এখনো এই আপডেট না পেয়ে থাকেন তবে নিজের ফোনে Settings > About phone > System update > Check for updates এ গিয়ে দেখে নিতে পারবেন আপনার ফোনে এখনো এই আপডেট পৌঁছেছে কি না। যেহেতু এটি একটি OTA আপডেট তাই কিছুটা সময় লাগতে আপরে আপনার ফোনে এই আপডেট পৌঁছাতে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
ces_story_below_text
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Rockstar Games Said to Have Granted a Terminally Ill Fan's Wish to Play GTA 6
Oppo K15 Turbo Series Tipped to Feature Built-in Cooling Fans; Oppo K15 Pro Model Said to Get MediaTek Chipset