Redmi Note 7 এ থাকবে একটি 6.3 ইঞ্চি FHD+ ডিসপ্লে। ডিসপ্লের উপরে থাকছে ছোট নচ। ফোনের ভিতরে থাকছে Snapdragon 660 চিপসেট, 4GB পর্যন্ত RAM আর 64GB পর্যন্ত স্টোরেজ
Redmi Note 7 এর দাম শুরু হচ্ছে 9,999 টাকা থেকে
জানুয়ারি মাসে চিনে লঞ্চ হয়েছিল Redmi Note 7। অবশেষে ভারতের এলো এই স্মার্টফোন। বৃহস্পতিবার নতুন দিল্লিতে এক ইভেন্টে ভারতে লঞ্চ হয়েছে Redmi Note 7। একই ইভেন্টে ভারতে লঞ্চ হয়েছে Redmi Note 7 Pro। Redmi Note 7 এ রয়েছে Snapdragon 660 চিপসেট,4000 mAh ব্যাটারি আর ডুয়াল ক্যামেরা।
Redmi Note 7 এর দাম ও লঞ্চ অফার
3GB + 32GB স্টোরেজে Redmi Note 7 কিনতে খরচ হবে 9,999 টাকা। 4GB + 64GB স্টোরেজ ভেরিয়েন্ট এই ফোন কিনতে খরচ হবে 11,999 টাকা। 6 মার্চ ভারতে বিক্রি শুরু হবে Redmi Note 7 Pro। Mi.com আর Flipkart থেকে এই ফোন কেনা যাবে। তিনটি আলাদা রঙের পাওয়া যাবে Redmi Note 7।
লঞ্চ অফারে Airtel গ্রাহকদের জন্য থাকছে বিশেষ সুবিধা ও অতিরিক্ত ডেটা।
একই ইভেন্টে ভারতে লঞ্চ হয়েছে Redmi Note 7 Pro। ভারতে এই ফোনের দাম শুরু হচ্ছে 13,999 টাকা থেকে।
![]()
Redmi Note 7 এ থাকবে একটি 6.3 ইঞ্চি FHD+ ডিসপ্লে। ডিসপ্লের উপরে থাকছে ছোট নচ। ফোনের ভিতরে থাকছে Snapdragon 660 চিপসেট, 4GB পর্যন্ত RAM আর 64GB পর্যন্ত স্টোরেজ।
ছবি তোলার জন্য Redmi Note 7 Pro তে থাকছে ডুয়াল ক্যামেরা সেট আপ। প্রাইমারি ক্যামেরায় থাকছে 12 মেগাপিক্সেল সেন্সর। সাথে থাকছে একটি 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সেলফি তোলার জন্য একটি 13 মেগাপিক্সেল ক্যামেরা ব্যবহার করেছে Xiaomi। সব ক্যামেরাতেই থাকছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সাপোর্ট। চিনে Redmi Note 7 ফোনের প্রাইমারি ক্যামেরায় 48 মেগাপিক্সেল সেন্সর ব্যবহার করেছে Xiaomi।
Android 9 Pie অপারেটিং সিস্টেমের উপরেই Redmi Note 7 ফোনে চলবে কোম্পানির নিজস্ব MIUI 10 স্কিন। থাকছে একটি 4,000 mAh।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
ces_story_below_text
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Salliyargal Now Streaming Online: Where to Watch Karunaas and Sathyadevi Starrer Online?
NASA’s Chandra Observatory Reveals 22 Years of Cosmic X-Ray Recordings
Space Gen: Chandrayaan Now Streaming on JioHotstar: What You Need to Know About Nakuul Mehta and Shriya Saran Starrer