Redmi Note 7 এ রয়েছে Snapdragon 660 চিপসেট, 12 মেগাপিক্সেল ক্যামেরা, Redmi Note 7 Pro তে রয়েছে Snapdragon 675 চিপসেট আর 48 মেগাপিক্সেল ক্যামেরা।
Redmi Note 7 Pro এর দাম শুরু হচ্ছে 13,999 টাকা থেকে
শনিবার ফ্ল্যাশ সেলে পাওয়া যাবে Redmi Note 7 আর Redmi Note 7 Pro। ফেব্রুয়ারি মাসে ভারতে লঞ্চ হয়েছিল এই দুটি স্মার্টফোন। শুধুমাত্র Flipkart, mi.com থেকে এই দুটি ফোন বিক্রি হবে। আজ দুপুর 12 টায় Redmi Note 7 আর Redmi Note 7 Pro ফ্ল্যাশ সেল শুরু হবে। Redmi Note 7 এ রয়েছে Snapdragon 660 চিপসেট, 12 মেগাপিক্সেল ক্যামেরা, Redmi Note 7 Pro তে রয়েছে Snapdragon 675 চিপসেট আর 48 মেগাপিক্সেল ক্যামেরা। দুটি ফোনেই চলবে Android 9 Pie অপারেটিং সিস্টেম আর থাকছে 4,000 mAh ব্যাটারি।
3GB + 32GB স্টোরেজে Redmi Note 7 কিনতে খরচ হবে 9,999 টাকা। 4GB + 64GB স্টোরেজ ভেরিয়েন্ট এই ফোন কিনতে খরচ হবে 11,999 টাকা।
4GB + 64GB স্টোরেজে Redmi Note 7 Pro কিনতে খরচ হবে 13,999 টাকা। 6GB + 128GB স্টোরেজ ভেরিয়েন্ট এই ফোন কিনতে খরচ হবে 16,999 টাকা।
শনিবার দুপুর 12 টায় Flipkart, Mi.com থেকে Redmi Note 7 আর Redmi Note 7 Pro ফ্ল্যাশ সেল শুরু হবে।
Redmi Note 7 এ থাকবে একটি 6.3 ইঞ্চি FHD+ ডিসপ্লে। ডিসপ্লের উপরে থাকছে ছোট নচ। ফোনের ভিতরে থাকছে Snapdragon 660 চিপসেট, 4GB পর্যন্ত RAM আর 64GB পর্যন্ত স্টোরেজ।
ছবি তোলার জন্য Redmi Note 7 Pro তে থাকছে ডুয়াল ক্যামেরা সেট আপ। প্রাইমারি ক্যামেরায় থাকছে 12 মেগাপিক্সেল সেন্সর। সাথে থাকছে একটি 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সেলফি তোলার জন্য একটি 13 মেগাপিক্সেল ক্যামেরা ব্যবহার করেছে Xiaomi। সব ক্যামেরাতেই থাকছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সাপোর্ট। চিনে Redmi Note 7 ফোনের প্রাইমারি ক্যামেরায় 48 মেগাপিক্সেল সেন্সর ব্যবহার করেছে Xiaomi।
Android 9 Pie অপারেটিং সিস্টেমের উপরেই Redmi Note 7 ফোনে চলবে কোম্পানির নিজস্ব MIUI 10 স্কিন। থাকছে একটি 4,000 mAh।
Redmi Note 7 Pro তে থাকবে একটি 6.3 ইঞ্চি FHD+ ডিসপ্লে। ডিসপ্লের উপরে থাকছে ছোট নচ। ফোনের ভিতরে থাকছে Snapdragon 675 চিপসেট, 6GB পর্যন্ত RAM আর 128GB পর্যন্ত স্টোরেজ।
ছবি তোলার জন্য Redmi Note 7 Pro তে থাকছে ডুয়াল ক্যামেরা সেট আপ। প্রাইমারি ক্যামেরায় থাকছে 48 মেগাপিক্সেল সেন্সর। সাথে থাকছে একটি 5 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সেলফি তোলার জন্য একটি 13 মেগাপিক্সেল ক্যামেরা ব্যবহার করেছে Xiaomi। সব ক্যামেরাতেই থাকছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সাপোর্ট।
Android 9 Pie অপারেটিং সিস্টেমের উপরেই Redmi Note 7 Pro ফোনে চলবে কোম্পানির নিজস্ব MIUI 10 স্কিন। থাকছে একটি 4,000 mAh ব্যাটারি আর ফাস্ট চার্জ সাপোর্ট।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
ces_story_below_text
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
iQOO 15R Price in India, Chipset Details Teased Ahead of Launch in India on February 24
Honor Magic V6 Leak Hints at Slimmer Build, New Hardware Upgrades Ahead of Anticipated March Debut