ভারতে Redmi Note 8 ফোনে MIUI 11 পাঠাতে শুরু করল Xiaomi। সম্প্রতি একাধিক গ্রাহক এই কথা জানিয়েছেন। যদিও MIUI 11 আপডেটের পরেও Redmi Note 8 ফোনে Android 9 Pie অপারেটিং সিস্টেম চলবে।
Redmi Note 8 ফোনে MIUI 11 আপডেট পাঠাতে শুরু করল Xiaomi
ভারতে Redmi Note 8 ফোনে MIUI 11 পাঠাতে শুরু করল Xiaomi। সম্প্রতি একাধিক গ্রাহক এই কথা জানিয়েছেন। যদিও MIUI 11 আপডেটের পরেও Redmi Note 8 ফোনে Android 9 Pie অপারেটিং সিস্টেম চলবে। Xiaomi জানিয়েছে ধাপে ধাপে ভারতের সব Redmi Note 8 গ্রাহকের ফোনে MIUI 11 আপডেট পৌঁছে যাবে।
MIUI 11.0.1.PCOINXM এর হাত ধরে Redmi Note 8 ফোনে MIUI 11 আপডেট পৌঁছেছে। এই আপডেটের সাইজ 664MB। Redmi Note 8 গ্রাহকরা Settings > About Phone > Software Update থেকে MIUI 11 আপডেট ডাউনলোড করে ইন্সটল করতে পারবেন।
![]()
ছবি: Mi Community
Redmi Note 8 এর দাম শুরু হচ্ছে 9,999 টাকা থেকে। বেস ভেরিয়েন্টে থাকছে 4GB RAM + 64GB স্টোরেজ। 6GB RAM + 128GB স্টোরেজে Redmi Note 8 কিনতে 12,999 টাকা খরচ হবে।
Redmi Note 8 স্পেসিফিকেশন
Redmi Note 8 ফোনে থাকবে একটি 6.3 ইঞ্চি FHD+ ডিসপ্লে। এই ফোনে Android Pie অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির MIUI 10 স্কিন চলবে। ডিসপ্লের উপরে থাকছে ওয়াটার ড্রপ নচ আর Goriilla Glass 5 এর সুরক্ষা। ফোনের ভিতরে থাকবে একটি Snapdragon 665 চিপসেট। 4GB RAM আর 6GB RAM ভেরিয়েন্টে এই ফোন পাওয়া যাবে। সাথে থাকবে 64GB আর 128GB স্টোরেজ।
ছবি তোলার জন্য Redmi Note 8 ফোনের পিছনে চারটি ক্যামেরা থাকছে এই ক্যামেরায় থাকবে একটি 48 MP প্রাইমারি সেন্সর। সাথে থাকবে 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা আর একটি 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সেলফি তোলার জন্য থাকছে একটি 13 মেগাপিক্সেল ক্যামেরা।
Redmi Note 8 ফোনের ভিতরে থাকবে একটি 4,000 mAh ব্যাটারি। সাথে থাকবে 18W ফাস্ট চার্জ সাপোর্ট। কানেক্টিভিটির জন্য থাকছে USB Type-C আর 3.5 মিমি অডিও জ্যাক। ধুলো ও জল লাগলে Redmi Note 8 ফোনে কোন ক্ষতি হবে না।
আরও পড়ুন:
নতুন রঙে ভারতে এল Oppo A9 2020: দাম ও স্পেসিফিকেশন
Realme Winter Sale: স্মার্টফোনে 3,000 টাকা পর্যন্ত ছাড় দিচ্ছে Realme
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Scientists Unveil Screen That Produces Touchable 3D Images Using Light-Activated Pixels
SpaceX Expands Starlink Network With 29-Satellite Falcon 9 Launch
Nancy Grace Roman Space Telescope Fully Assembled, Launch Planned for 2026–2027