Photo Credit: MyDrivers
Redmi Note 7 সিরিজের অবিশ্বাস্য সাফল্যের পরে Redmi Note 8 সিরিজের স্মার্টফোন তৈরীর কাজ শুরু করে দিয়েছে Xiaomi। এই ফোনের পিছনে থাকতে পারে চারটি ক্যামেরা। এই ক্যামেরায় একটি 64 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ব্যবহার করতে পারে বেজিং এর কোম্পানিটি। চিনের এক সার্টিফিকেশন ওয়েবসাইটে এই ফোন দেখা গিয়েছে। M1906G7E আর M1906G7T মডেল নামে সামনে এসেছে Redmi Note 8 সিরিজের দুটি স্মার্টফোন। একটি ফোনে থাকতে পারে MediaTek Helio G90T চিপসেট।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি টিজার ভিডিও প্রকাশ করেছেন Redmi প্রধান লু ওয়েইবিং। সেই ভিডিওতে Redmi Note 8 ফোনের পিছনে চারটি ক্যামেরা দেখা গিয়েছে। এই ক্যামেরায় থাকবে একটি 64 মেগাপিক্সেল সেন্সর। জানা গিয়েছে ইতিমধ্যেই এই ফোন উৎপাদন শুরু করেছে চিনের কোম্পানিটি।
যদিও ফোন তৈরীর কথা জানালেও এই ফোনের জান জানাননি ওয়েইবিং। এই বছরের শুরুতে 48 মেগাপিক্সেল ক্যামেরা সহ লঞ্চ হয়েছিল Redmi Note 7 সিরিজ। এবার 64 মেগাপিক্সেল ক্যামেরা নিয়ে আসতে চলেছে Redmi Note 8।
চিনের 3C সার্টিফিকেশন ওয়েবসাইটে M1906G7E আর M1906G7T মডেলের দুটি নতুন স্মার্টফোন দেখা গিয়েছে। এই ফোনে থাকবে 18W ফাস্ট চার্জ সাপোর্ট। ফোনের ভিতরে থাকতে পারে সম্প্রতি গেমিং স্মার্টফোনের জন্য লঞ্চ হওয়া MediaTek Helio G90T চিপসেট।
ইতিমধ্যেই ভারতে Xiaomi প্রধান মনু কুমার জৈন জানিয়েছিলেন MediaTek Helio G90T চিপসেট ব্যবহার করে শিঘ্রই নতুন স্মার্টফোন লঞ্চ করবে কোম্পানি। তবে Redmi Note 8 ফোনে এই চিপসেট ব্যবহার হবে কি না জানাননি মনু।
এছাড়াও এন্ট্রি লেভেল স্পেসিফিকেশন সহ M1908C3IE আর M1908C3IC মডেলের দুটি নতুন স্মার্টফোন দেখা গিয়েছে চিনের সার্টিফিকেশন ওয়েবসাইটে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন