ফেব্রুয়ারি মাসে লঞ্চ হওয়া Redmi Note 7 Pro ফোনে ছিল 48 মেগাপিক্সেল ক্যামেরা। এখানেই থেমে থাকতে চায় না চিনে কোম্পানিটি। এবার 64 মেগাপিক্সেল ক্যামেরার স্মার্টফোন লঞ্চের প্রস্তুতি শুরু করে দিয়েছে Xiaomi। সম্প্রতি একটি 64 মেগাপিক্সেল সেন্সর লঞ্চ করেছে Samsung। পরবর্তী Redmi ফোনে এই সেন্সর ব্যবহার হতে পারে।
ইতিমধ্যেই চিনে MIUI রম এ 64 মেগাপিক্সেল ক্যামেরা ব্যবহারের খবর পাওয়া গিয়েছে। এছাড়াও ছবির উপরে ওয়াটারমার্কে 64MP ক্যামেরা থাকার খবর পাওয়া গিয়েছে XDA Developers ওয়েবসাইটে অরথম এই খবর সামনে এসেছে।
MIUI ক্যামেরা অ্যাপ থেকে নতুন সেন্সর সমর্কে কোন তথ্য পাওয়া যায়নি। সম্প্রতি 64 মেগাপিক্সেল ISOCELL Bright GW1 সেন্সর লঞ্চ করেছে Samsung। এই সেন্সরের পিক্সেল সাইজ 0.8 মাইক্রন। পরবর্তী Redmi ফোনে এই সেন্সর ব্যবহার হওয়ার সভাবনা রয়েছে।
তবে পরবর্তী Redmi ফোনে ছাড়াও Samsung Galaxy A70S ফোনে এই ক্যামেরা সেন্সর ব্যবহার হতে পারে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন