জুন মাসে মিডরেঞ্জ সেগমেন্টে নতুন ফোন আনবে Xiaomi

7 জুন দিল্লিতে এক ইভেন্টে Xiaomi লঞ্চ করতে পারে নিজেদের বাজেট স্মার্টফোন Redmi S2। ভারতে এই ডিভাইসের নাম হতে চলেছে Redmi Y2।

জুন মাসে মিডরেঞ্জ সেগমেন্টে নতুন ফোন আনবে Xiaomi

ভারতে এই ডিভাইসের নাম হতে চলেছে Redmi Y2

হাইলাইট
  • নতুন স্মার্টফোন লঞ্চের আমন্ত্রনপত্র পাঠালো Xiaomi
  • 7 জুন দিল্লিতে অনুষ্ঠিত হবে এই লঞ্চ ইভেন্ট
  • Redmi Y2 ফোনটি লঞ্চ হতে পারে এই ইভেন্টে
বিজ্ঞাপন

ইতিমধ্যেই ভারতের এক নম্বর স্মার্টফোন কোম্পানির শিরোপা জিতে নিয়েছে Xiaomi। বাজেট ও মিডরেঞ্জ সেগমেন্টে চিনের এই স্মার্টফোনগুলি বিক্রি হচ্ছে হটকেকের মতো। আর এবার ভারতের বাজারে আরও দুটি নতুন মিডরেঞ্জ স্মার্টফোন লঞ্চ করবে কোম্পানিটি। আগামী 7 জুন দিল্লিতে এক ইভেন্টের আয়োজন  করেছে Xiaomi। ইতিমধ্যেই সেই ইভেন্টের আমন্ত্রন পত্র পৌঁছেছে Gadgers 360 অফিসে। এই আমন্ত্রনপত্রে দেখা যাচ্ছে কটি ক্যামেরার ছবি। আর এই ছবি দেখেই অনুমান করা হচ্ছে এই ইভেন্টে Xiaomi লঞ্চ করতে পারে নিজেদের বাজেট স্মার্টফোন Redmi S2। ভারতে এই ডিভাইসের নাম হতে চলেছে Redmi Y2। গত বছরে লঞ্চ হওয়া সেলফি সেন্ট্রিক Redmi Y1 এর পরে এই ফোনের থাকবে আকর্ষনীয় ক্যামেরা ফিচার।

যদিও অফিশিয়াল ইনভাইটে ফোনের মডেল নাম সম্পর্কে কিছুই জানায়নি চিনের এই কোম্পানি। এই ইনভাইটের এক পাশে আছে একটি মানুষের মুখ আর অন্য পাশে রয়েছে একটি ক্যামেরা সেন্সার। এই ছবি দেখে মনে করা হচ্ছে এই ক্যামেরাতে থাকবে আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স সাপোর্ট।

চিনে ইতিমধ্যেই লঞ্চ হয়েছে এই দফোনটি। আর সেখানেই কোম্পানি জানিয়েছিল এটি Redmi ব্র্যান্ডের সেরা সেলফি ফোন। দুটি আলাদা ভেরিয়েন্টে চিনে লঞ্চ হয়েছে এই স্মার্টফোনটি। তবে চিনে এই ফোনের নাম Redmi S2। আর ভারতে এই ফোন লঞ্চ হবে Redmi Y2 নামে।

7 জুন এই একই ইভেন্টেই জানানো হবে নতুন এই ফোনের দাম। তবে চিনে Redmi S2 এর দামের সাথে তুলনা করে মনে করা হচ্ছে 15,000 টাকার নীচে দাম হবে নতুন এই সেলফি ফোনের।

প্রসঙ্গত চিনে Redmi S2 এর 3GB RAM আর 32GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 999 ইউয়ান (প্রায় 10,600 টাকা)। অন্যদিকে 4GB RAM আর 64GB স্টোরেজ ভেরিয়েন্ট কিনতে চিনে খরচ হবে 1,299 ইউয়ান (প্রায় 13,700 টাকা)। শ্যাম্পেন গোল্ড, প্ল্যাটিনাম সিলভার ও রোজ গোল্ড কালার ভেরিয়েন্টে চীনে পাওয়া যাচ্ছে Redmi S2।

Redmi S2 স্পেসিফিকেশান



ডুয়াল সিম Redmi S2 তে রয়েছে Android বেসড MIUI 9 অপারেটিং সিস্টেম। ফোনের উপরে রয়েছে একটি 5.99 ইঞ্চি HD+ 18:9 ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে Snapdragon 625 চিপসেট 4GB RAM। ফোনের পিছনে রয়েছে একটি 12MP ও 5MP ডুয়াল রিয়ার ক্যামেরা সেট আপ। আর রয়েছে 16MP সেলফি ক্যামেরা। যাবে থাকবে AI Portrait Mode, AI Smart Beauty, Front HDR, ও ফেস আনলক ফিচারফুলি। Redmi S2 এর ব্যাটারি 3080 mAh।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. দিওয়ালি সেলে 15,500 টাকা ডিসকাউন্ট, Realme GT 7 Pro এত সস্তা আর হবে না!
  2. OnePlus Ace 6 স্মার্টফোনের ফার্স্ট লুক প্রকাশ্যে, বড় চমক হতে পারে 7,800mAh ব্যাটারি
  3. 23 অক্টোবর লঞ্চ হবে Redmi K90 Pro Max, জিন্সের মতো ডিজাইন ও Bose-এর সাউন্ডে মাতাবে বাজার
  4. OnePlus 15 ঝড় তুলতে লঞ্চ হচ্ছে 27 অক্টোবর, এই বছরের সেরা স্মার্টফোন?
  5. 1 টাকায় 30 দিন আনলিমিটেড কল ও ডেটা, দিওয়ালি অফার এনে হইচই ফেলল এই সংস্থা
  6. Oppo Find X9 ও Find X9 Pro বাজার কাঁপিয়ে 200MP ক্যামেরা ও 7500mAh ব্যাটারির সঙ্গে লঞ্চ হল
  7. এক বছর আগের Samsung ফোনের দাম 16,000 টাকা কমল, পুরনো হলেও বিশাল ক্রেজ
  8. 200MP ক্যামেরা সহ ভারতে লঞ্চ হবে Redmi Note 15 সিরিজ, দাম প্রকাশ্যে
  9. 50MP সেলফি ক্যামেরার Oppo ফোনে রেকর্ড ডিসকাউন্ট, দাম একলাফে 14,000 টাকা কমল
  10. ফ্ল্যাগশিপ কিলার Redmi K90 ও K90 Pro Max লঞ্চ হচ্ছে অক্টোবরে, দাম নিয়ে বিরাট আপডেট
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »