Redmi Turbo 5 এবং Redmi Turbo 5 Max উভয় স্মার্টফোনে 9,000mAh ব্যাটারি থাকবে।
Photo Credit: Redmi
Redmi Turbo 5 Max is confirmed feature a 9,000mAh battery with support for 100W fast charging
Redmi Turbo 5 Series নিয়ে জল্পনার অবসান ঘটল। শাওমির তরফে ঘোষণা করা হয়েছে যে, রেডমির নতুন স্মার্টফোন লাইনআপ জানুয়ারি 29 আনুষ্ঠানিকভাবে চীনে লঞ্চ হবে। এই সিরিজের অধীনে দুইটি পারফরম্যান্স কেন্দ্রিক মিড-রেঞ্জ ফোন বাজারে আসবে — Redmi Turbo 5 এবং Redmi Turbo 5 Max। শাওমি গোষ্ঠীর প্রেসিডেন্ট ও রেডমি ব্র্যান্ডের জেনারেল ম্যানেজার লু ওয়েইবিং বলেছেন যে, Redmi Turbo সিরিজ মূলত মেইনস্ট্রিম ও ফ্ল্যাগশিপ পারফরম্যান্সের মাঝের ফাঁক পূরণ করার লক্ষ্যে তৈরি করা হয়েছে। অর্থাৎ নতুন সিরিজের স্মার্টফোন তুলনামূলক কম দামে ফ্ল্যাগশিপ স্তরের শক্তিশালী ফিচার্স প্রদান করবে। Redmi Turbo 5 সিরিজের অন্যতম আকর্ষণ হল 9,000mAh ব্যাটারি।
Redmi Turbo 5 Max বিশ্বের প্রথম Dimensity 9500s প্রসেসর চালিত স্মার্টফোন হতে চলেছে। এই চিপসেটের পিক ক্লক স্পিড 3.73 গিগাহার্টজ৷ এটি ভারী গেমিং, AI সম্পর্কিত কাজ, এবং মাল্টিটাস্কিং-এর জন্য উপযুক্ত। আসন্ন ফোন শুধু পাওয়ারফুল নয়, দেখতেও প্রিমিয়াম। ডিভাইসের অরেঞ্জ কালার ভার্সনের ছবি প্রকাশ করেছে রেডমি।
রেডমি টার্বো 5 ম্যাক্স খুব পাতলা বেজেল, সিএনসি মেটাল ফ্রেম, ফাইবার গ্লাস রিয়ার ফিনিশ, ডুয়াল ব্যাক ক্যানেরা, ও ডাবল-রিং টারবাইন লাইট স্ট্রিপ রয়েছে। ফোনটি সী ব্রিজ ব্লু নামে আরও একটি রঙের বিকল্পে উপলব্ধ হবে। এটি 9,000mAh ব্যাটারি, 100W ফাস্ট চার্জিং, 27W রিভার্স ওয়্যার্ড চার্জিং, 16 জিবি র্যাম, ও 6.83 ইঞ্চি ডিসপ্লের সাথে আসবে। হ্যান্ডসেটে Android 16 প্রি-ইনস্টল করা থাকবে।
অন্য দিকে, লাইনআপের বেস মডেল Redmi Turbo 5 চলবে MediaTek Dimensity 8500 চিপসেটে। এটিও ভাল পারফরম্যান্স প্রদান করবে। ম্যাক্স ভ্যারিয়েন্টের মতো এতেও 9,000mAh ব্যাটারি, সর্বোচ্চ 12 জিবি বা 16 জিবি র্যাম, এবং Android 16 অপারেটিং সিস্টেম থাকবে। ফোনের স্ক্রিনের আকার 6.59 ইঞ্চি। এছাড়াও, সিরিজের উভয় মডেলে থাকবে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন প্রযুক্তির ক্যামেরা।
কোম্পানি খুব শীঘ্রই দুই ফোনের অন্যান্য তথ্য প্রকাশ করবে বলে আশা করা যায়। উল্লেখ্য, Redmi Turbo 5 সিরিজের লঞ্চ ইভেন্টে Redmi Buds 8 Pro উন্মোচিত হবে। এই ইয়ারবাডসে ডুয়াল 6.7 মিলিমিটার সেরামি ড্রাইভার ও 11 মিমি টাইটেনিয়াম প্লেটেড ডাইনামিক ড্রাইভার থাকবে।
রেডমির নতুন TWS ইয়ারবাডসে হাই-রেজ ওয়্যারলেস অডিও, 5kHz আল্ট্রা-ওয়াইডব্যান্ড ANC (অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন), MIHC + LHDC V5 কোডেক সাপোর্ট, এবং 55 ডেসিবেল পর্যন্ত শব্দ কমানোর সুবিধা পাওয়া যাবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
ces_story_below_text
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Salliyargal Now Streaming Online: Where to Watch Karunaas and Sathyadevi Starrer Online?
Space Gen: Chandrayaan Now Streaming on JioHotstar: What You Need to Know About Nakuul Mehta and Shriya Saran Starrer
NASA Evaluates Early Liftoff for SpaceX Crew-12 Following Rare ISS Medical Evacuation