গত সপ্তাহে ভারতে লঞ্চ হয়েছিল Redmi Y3। মঙ্গলবার এই ফোন বিক্রি শুরু করল Xiaomi। নতুন ফোনে 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা আর 4,000 mAh ব্যাটারি ব্যবহার করেছে চিনের কোম্পানিটি। এই ফোনের সেলফি ক্যামেরায় ইলেকট্রনিক ইমেজ স্টেবিলাইজেশান থাকছে। গ্রেডিয়েন্ড ডিজাইনের Redmi Y3 ফোনে থাকছে Snapdragon 632 চিপসেট।
3GB RAM আর 32GB স্টোরেজে Redmi Y3 কিনতে 9,999 টাকা খরচ হবে। 4GB RAM আর 64GB স্টোরেজে Redmi Y3 কিনতে খরচ হবে 11,999 টাকা। একাধিক কালার অপশানে পাওয়া যাবে এই স্মার্টফোন। মঙ্গলবার দুপুর 12 টায় এই ফোন বিক্রি শুরু হবে। শুধুমাত্র Amazon.in আর Mi.com থেকে পাওয়া যাবে Redmi Y3।
ডুয়াল সিম Redmi Y3 ফোনে Android 9.0 Pie অপারেটিং সিস্টেমের উপরে চলবে কোম্পানির MIUI 10 স্কিন। এই ফোনে থাকছে একটি 6.26 ইঞ্চি HD+ ডিসপ্লে। ডিসপ্লের উপরে থাকছে Gorilla Glass 5 এর সুরক্ষা। ফোনের ভিতরে থাকছে Snapdragon 632 চিপসেট 4GB RAM আর 64GB স্টোরেজ।
Redmi Y3 ফোনের পিছনে থাকছে ডুয়াল ক্যামেরা। এই ফোনের রিয়ার ক্যামেরায় থাকছে 12 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সার। সাথে থাকছে 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সার।
Redmi Y3 ফোনের প্রধান আকর্ষন এই ফোনের সেলফি ক্যামেরা। এই ফোনের 32 মেগাপিক্সেল ফ্রনয়ট ক্যামেরায় ইলেকট্রনিক ইমেজ স্টেবিলাইজেশান আর আটো HDR মোড থাকছে।
কানেক্টিভিটির জন্য Redmi Y3 ফোনে থাকছে 4G VoLTE, Bluetooth v4.2, Wi-Fi 802.11 b/g/n, Micro-USB আর 3.5 মিমি হেডফোন জ্যাক। ফোনের ভিতরে থাকছে একটি 4,000 mAh ব্যাটারি। Redmi Y3 এর ওজন 180 গ্রাম।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন