Photo Credit: Android Headlines
শীঘ্রই বাজেট মিডরেঞ্জ সেগমেন্টে লঞ্চ হতে চলেছে Samsung Galaxy A21। চারটি রিয়ার ক্যামেরা ও হোল-পাঞ্চ ডিসপ্লে থাকবে। ফোনের পিছনে চারটি রিয়ারর ক্যামেরার সঙ্গে থাকবে এলইডি ফ্ল্যাশ ও ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ডিসপ্লের বাঁ দিকে উপরে হোল-পাঞ্চ থাকবে। এর নীচে থাকবে সেলফি ক্যামেরা।
Android Headlines ওয়েবসাইটে প্রকাশিত রিপোর্টে জানানো হয়েছে Galaxy A21 -এর পিছনে চারটি ক্যামেরা থাকবে। এর মধ্যে ক্লোজ আপ ছবি তোলার জন্য থাকবে একটি ম্যাক্রো ক্যামেরা।
রিপোর্টে আরও জানানো হয়েছে এই ফোনে ডুয়াল এলইডি ফ্ল্যাশ থাকবে। ফোনের পিছনে থাকবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। একই সঙ্গে এই ফোনের সামনে ও পিছন থেকে ছবি প্রকাশিত হয়েছে।
ছবিতে এই ফোনের উপরে ও দুই পাশে পাতলা বেজেল থাকলেও ডিসপ্লের নীচে চওড়া বেজেল চোখে পড়েছে।
এই ফোনে Exynos 7904 চিপসেট থাকতে পারে। সঙ্গে থাকতে পারে 4GB RAM ও 64GB স্টোরেজ।
করোনাভাইরাসের কারণে লঞ্চ ইভেন্ট বাতিল করল Xiaomi ও Realme
এক ঝলকে টেক দুনিয়ার সব খবর: দেখুন গ্যাজেট এক্সপ্রেস
একই সঙ্গে ভারতে লঞ্চ হতে পারে Galaxy A11। যদিও কবে এই দুই ফোন লঞ্চ হবে জানায়নি Samsung।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন