ফেব্রুয়ারিতে ভারতে লঞ্চ হয়েছিল Samsung Galaxy A71। এই ফোনে ছিল 4G কানেক্টিভিটি। সম্প্রতি 5G কানেক্টিভিটি সহ এই স্মার্টফোন নিয়ে আসতে চলেছে Samsung। আপাতত চিনে এই স্মার্টফোন লঞ্চ হতে পারে। সম্প্রতি চিনের সার্টিফিকেশন ওয়েবসাইটে নতুন ভেরিয়েন্টে Samsung Galaxy A71 স্পেসিফিকেশন সামনে এসেছে। এই ফোনে থাকবে 64 মেগাপিক্সেল ক্যামেরা, অক্টা কোর প্রসেসর, 8GB RAM ও 4,370 mAh ব্যাটারি।
TENAA লিস্টিংয়ে SM-A7160 মডেল নম্বরে সামনে এসেছে নতুন ভেরিয়েন্টের Samsung Galaxy A71। এই ফোনে ডুয়াল ব্যান্ড 5G কানেক্টিভিটি থাকছে। Galaxy A71 -এর পিছনে চারটি ক্যামেরা থাকছে। এই ক্যামেরায় থাকছে 64 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সেলফি তোলার জন্য থাকছে 12 মেগাপিক্সেল ক্যামেরা।
4,370 mAh ব্যাটারি সহ লঞ্চ হবে নতুন এই স্মার্টফোন। সঙ্গে থাকবে 25W ফাস্ট চার্জ সাপোর্ট। ফোনের ভিতরে থাকবে অক্টা-কোর প্রসেসর। সঙ্গে থাকবে 8GB RAM।
আগামী সপ্তাহে ভারতে আসছে Vivo V19
এক ঝলকে টেক দুনিয়ার সব খবর: দেখুন গ্যাজেট এক্সপ্রেস
সম্প্রতি অন্য এক রিপোর্ট থেকে জানা গিয়েছিল Exynos 980 চিপসেট সহ লঞ্চ হতে পারে Galaxy A71। 162.6x75.5x8.1 মিমি আয়তনের এই স্মার্টফোনের ওজন 185 গ্রাম।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন