Android Go স্মার্টফোন লঞ্চ করার পরিকল্পনা নিয়েছে Samsung। অনলাইন এক রিপোর্টে এই খবর জানা গিয়েছে। Samsung এর প্রথম Android Go স্মার্টফোনের মডেল নম্বর SM-J260G। রিপোর্টে জানানো হয়েছে এই ফোনে থাকবে Super AMOLED ডিসপ্লে আর Exynos 7570 চিপসেট। ইউরো, লাতিন আমেরিকা ও এশিয়ায় ইতিমধ্যেই এই ফোন টেস্টিং এর কাজ শুরু হয়ে গিয়েছে। অন্য কিছু রিপোর্টে জানানো হয়েছে Galaxy J2 Core নামে এই ফোন লঞ্চ করবে Samsung। এই ফোনে চলবে Android Oreo 8.1 (Go Edition)।
যদিও এই বিষয়ে এখনো একটিও শব্দ খরচ করেনি দক্ষিণ কোরিয়ার টেক জায়েন্ট। তবে টেকি ডড়াইভে এক রিপোর্টে এই ফোনের সব স্পেসিফিকেশান ফাঁস হয়ে গিয়েছে। এই স্পেসিফিকেশানে জানা যাচ্ছে উজবেকিস্তান, জার্মানি, ইতালি, ইউক্রেন, রাশিয়া, কাজাঘিস্তান , ফ্রান্স ও পোল্যান্ডে এই মডেলের টেস্টিং চলছে। এই দেশগুলিতে নতুন এই ফোনের মডেল নম্বর SM-J260F।
নতুন এই স্মার্টফোনে থাকবে একটি Super AMOLED ৫ ইঞ্চিডিসপ্লে। এছাড়াও থাকবে একটি 1.4 GHz Exynos 7570 চিপসেট আর 1GB RAM। এছাড়াও ফাঁস হওয়া স্পেসিফিকেশানে জানা গিয়েছে নতুন এই ফোনে থাকবে 16GB ইন্টারনাল স্টোরেজ, 8MP রিয়ার ক্যামেরা, 5MP সেলফি ক্যামেরা আর 2600 mAh ব্যাটারি। রিপোর্টে আরও বলা হয়েছে এই ফোনে থাকবে Android Oreo 8.1 (Go Edition)।
এপ্রিল মাসে Geekbench থেকে পাওয়া স্পেসিফিকেশানের সাথে এই রিপোর্ট সম্পূর্ণ মিলে যাচ্ছে। এছাড়াও SM-J260G নামে একটি মডেল ভারত, নেপাল, বাংলাদেশ, শ্রীলঙ্কার মতো দেশে টেস্টিং চলছে বলে জানানো হয়েছে। এছাড়াও কম্বোডিয়া, থাইপ্ল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ভিয়েতনামের মতো এশিয়ার দেশগুলিতেও এই ফোনের টেস্টিং চলছে বলে এই রিপোর্ট থেকে জানা গিয়েছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন