Photo Credit: Twitter/ Evan Blass
ভারতে লঞ্চ হল Samsung Galaxy A2 Core। এই ফোনে চলবে Android Pie Go Edition অপারেটিং সিস্টেম। গত বছর অগাস্ট মাসে এই দামে লঞ্চ হয়েছিল Samsung Galaxy J2 Core। Samsung Galaxy A2 Core ফোনে থাকছে 5 ইঞ্চি qHD ডিসপ্লে, Exynos চিপসেট আর 1GB RAM।
ভারতে Samsung Galaxy A2 Core এর দাম 5,249 টাকা। ইতিমধ্যেই অফলাইনে এই ফোন বিক্রি শুরু হয়েছে। অনলাইনে কবে এই ফোন বিক্রি শুরু হবে জানা যায়নি।
Samsung Galaxy A2 Core ফোনে থাকছে একটি 5 ইঞ্চি ডিসপ্লে। ফোনের ভিতরে থাকছে Exynos 7870 চিপসেট, 1GB RAM আর 16GB স্টোরেজ। Galaxy A2 Core ফোনে Android Pie Go Edition অপারেটিং সিস্টেম চলবে।
Samsung Galaxy A2 Core ফোনের পিছনে থাকছে একটি 5 মেগাপিক্সেল ক্যামেরা। সেলফি তোলার জন্যেও এই ফোনে একটি 5 মেগাপিক্সেল ক্যামেরা ব্যবহার করেছে Samsung।
কানেক্টিভিটির জন্য এই ফোনে থাকছে 4G LTE, Wi-Fi 802.11 b/g/n, Bluetooth v4.2, GPS/ A-GPS, FM রেডিও, Micro-USB পোর্ট আর একটি 3.5 মিমি অডিও জ্যাক। Galaxy A2 Core ফোনের ভিতরে থাকছে একটি 2,600 mAh ব্যাটারি। নতুন এই বাজেট স্মার্টফোনের ওজন 142 গ্রাম।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন