বুধবার ভারতে লঞ্চ হয়েছিল Samsung Galaxy A51। শুক্রবার মধ্যরাতে এই ফোন বিক্রি শুরু করল Samsung।
Samsung Galaxy A51-এর দাম 23,999 টাকা
বুধবার ভারতে লঞ্চ হয়েছিল Samsung Galaxy A51। শুক্রবার মধ্যরাতে এই ফোন বিক্রি শুরু করল Samsung। এই ফোনে রয়েছে infinity-O ডিসপ্লে। ফোনের পিছনে রয়েছে চারটি ক্যামেরা। গত ডিসেম্বরে Galaxy A71-এর সঙ্গে ভিয়েতনামে লঞ্চ হয়েছিল Galaxy A51। নতুন ফোনের পিছনের রয়েছে চারটি ক্যামেরা। এই ক্যামেরায় থাকছে একটি 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর।
ভারতে Samsung Galaxy A51-এর দাম 23,999 টাকা। 6GB RAM + 128GB স্টোরেজে এই ফোন পাওয়া যাবে। শুক্রবার মধ্যরাতে এই ফোন বিক্রি শুরু হবে। অফলাইনে সবন রিটেল স্টোর, স্যামসাং অপেরা হাউস, কোম্পানির ই-শপ ও সব জনপ্রিয় ই-কমার্স ওয়েবসাইট থেকে এই ফোন কেনা যাবে।
Samsung -এর নতুন চমক! ফোল্ডেবল ডিসপ্লে সহ আসছে Galaxy Z Flip
ডুয়াল সিম Samsung Galaxy A51-এ Android 10 অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির OneUI 2.0 স্কিন চলবে। এই ফোনে রয়েছে 6.5 ইঞ্চি Super AMOLED হোল-পাঞ্চ ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে Exynos 9611 চিপসেট, 6GB RAM ও 128GB স্টোরেজ।
Samsung Galaxy A51-এর পিছনে চারটি ক্যামেরা থাকছে। এই ক্যামেরায় একটি 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ব্যবহার হয়েছে। সাথে থাকছে 12 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, 5 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা আর 5 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সেলফি তোলার জন্য Galaxy A5-এর সামনে থাকছে একটি 32 মেগাপিক্সেল ক্যামেরা।
ক্যামেরার পরীক্ষায় কত নম্বর পেল Redmi Note 8 Pro?
এক ঝলকে টেক দুনিয়ার সব খবর: দেখুন গ্যাজেট এক্সপ্রেস
Samsung Galaxy A51 ফোনে থাকছে একটি 4,500 mAh ব্যাটারি। সাথে থাকছে 25W ফাস্ট চার্জ সাপোর্ট। কানেক্টিভিটির জন্য এই ফোনে রয়েছে 4G VoLTE, Wi-Fi, Bluetooth, GPS/ A-GPS ও USB Type-C পোর্ট।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Qualcomm Acquires Augentix to Expand Smart Camera Portfolio and Insight Platform
Truecaller Introduces New Feature to Protect the Entire Family from Call-Based Scams