গত মাসে ভারতে Galaxy J8 লঞ্চ করেছিল Samsung। কোম্পানি আগে জানিয়েছিল 20 জুন থেকে এই ফোন বিক্রি শুরু হবে। কিন্তু এখনো এই ফোন বিক্রি হতে দেখা যায়নি। এবার Samsung জানালো আগামী তিন দিনের মধ্যেই Galaxy J8 বিক্রি শুরু হয়ে যাবে। অর্থাৎ 28 জুন থেকে ভারতে Galaxy J8 কিনতে পাওয়া যাবে। এই ফোনের অন্যতম আকর্ষনীয় ফিচার 18.5:9 ইনফিনিটি ডিসপ্লে আর Android Oreo 8.0। এছাড়াও Galaxy J8 এ ফেস আনলক ও আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স সাপোর্ট রয়েছে।
টুইটারে Galaxy J8 এর ভারতে আগমনের খবর জানিয়েছে Samsung। নতুন এই ফোনে তোলা ছবিতে ব্যাকগ্রাউন্ড ব্লার করা যাবে। একই সাথে সিলেক্ট করা যাবে ব্লারের আকার ও পরিমান।
ভারতে Samsung Galaxy J8 এর দাম 18,990 টাকা। শুধুমাত্র 4GB RAM আর 64GB স্টোরেজ ভেরিয়েন্টে এই ফোন পাওয়া যাবে। নীল, কালো ও সোনালি রঙে Galaxy J8 পাওয়া যাবে। আপাতত শুধমাত্র কোম্পানির অনলাইন স্টোরে এই ফোন বিক্রির খবর জানা গিয়েছে। তবে কোম্পানির অন্য সব ফোনের মতোই Galaxy J8 ও সব রিটেল স্টোরেই পাওয়া যাবে বলে মনে করা হচ্ছে।
নতুন Galaxy J8 এ রয়েছে 6 ইঞ্চি FHD+ ইনফিনিটি ডিসপ্লে। এই ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও 18.5:9। Galaxy J8 এর ভিতরে রয়েছে অক্টাকোর Snapdragon 450 চিপসেট। সাথে রয়েছে 4GB RAM আর 64GB ইন্টারনাল স্টোরেজ। এছাড়াও রয়েছে ডুয়াল রিয়ার ক্যামেরা সেট আপ। রিয়ার ক্যামেরা সেট আপ এ রয়েছে 16MP+5MP দুটি সেন্সার। আর 16MP সেলফি ক্যামেরা আর LED ফ্ল্যাশ। কানেক্টিভিটির জন্য Galaxy J8 এ রয়েছে ডুয়াল সিম সাপোর্ট, 4G, VoLTE, WiFi, GPS আর ব্লুটুথ। এছাড়াও এই ফোনে রয়েছে একটি 3500 mAh ব্যাটারি।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন