Photo Credit: Samsung
বিগত বুধবার ভারতে লঞ্চ করা হলো Samsung Galaxy M15 5g Prime Edition। হ্যান্ডসেটটির স্পেসিফিকেশন এবং বৈশিষ্ট্যগুলি চলতি বছরের এপ্রিল মাসে লঞ্চ হওয়া Galaxy M15 5g এর মত একই ধরনের। স্মার্টফোনটি MediaTek Dimensity 6100+ SoC প্রসেসর দ্বারা চালিত হতে চলেছে। এটি 8 জিবি পর্যন্ত RAM এবং একটি 6,000 mAh এর ব্যাটারী দ্বারা সজ্জিত হয়ে আছে। হ্যান্ডসেটটি 50 মেগাপিক্সেলের ত্রিমাত্রিক রিয়ার ক্যামেরা ইউনিট এবং 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা বহন করে। ফোনটি অ্যানড্রয়েড 14 দ্বারা চালিত এবং কোম্পানী প্রতিশ্রুতি দিয়েছে যে, এটি 4 বছরের OS আপগ্রেড পাবে।
ভারতে Samsung Galaxy M15 5g Prime Edition ফোনটির 4জিবি+128 জিবি বিকল্পের দাম শুরু হচ্ছে 10,999 টাকা থেকে, যেখানে 6জিবি +128 জিবি এবং 8জিবি +128জিবি বিকল্পের দাম যথাক্রমে 11,999 টাকা এবং 13,499 টাকা। স্মার্টফোনটি অ্যামাজন, ভারতীয় স্যামসাং ওয়েবসাইট এবং বাছাই করা খুচরো দোকানের মাধ্যমে ক্রয় করা যাবে। হ্যান্ডসেটটি নীল টোপাজ, সেলেস্টিয়াল নীল এবং স্টোন ধূসর রঙের বিকল্পগুলিতে উপলব্ধ হতে চলেছে।
Samsung Galaxy M15 5g Prime Edition ফোনটি
একটি 6.5 ইঞ্চির Full-HD+ (1,080×2,340 পিক্সেল) সুপার AMOLED ডিসপ্লে দ্বারা সজ্জিত হয়ে আছে। এটির রিফ্রেশ রেট 90Hz। হ্যান্ডসেটটি একটি MediaTek Dimensity 6100+ SoC চিপসেট প্রসেসর দ্বারা চালিত হবে। ফোনটিতে 8জিবি পর্যন্ত RAM এবং 128 জিবি পর্যন্ত অন্তর্নির্মিত স্টোরেজ যুক্ত করা হয়েছে।
ফোনটি অ্যানড্রয়েড 14 ভিত্তিক একটি One UI 6.0 দ্বারা চালিত। কোম্পানী প্রতিশ্রুতি দিয়েছেন যে, এটিতে চার বছরের জন্য OS আপগ্রেড এবং 5 বছরের নিরাপত্তার সংস্করণ পাওয়া যাবে।
ক্যামেরার ক্ষেত্রে স্যামসাংএর ফোনটিতে ত্রিমাত্রিক রিয়ার ক্যামেরা ইউনিট আছে, যার মধ্যে একটি 5 মেগাপিক্সেলের পাশাপাশি একটি 50 মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা এবং একটি 2 মেগাপিক্সেলের সেন্সর আছে। সামনের ক্যামেরা ক্ষেত্রে এটিতে একটি 13 মেগাপিক্সেলের ক্যামেরা আছে।
Samsung Galaxy M15 5g Prime Edition- এর ফোনটি 6000 mAh ব্যাটারী দ্বারা চালিত। নিরাপত্তার ক্ষেত্রে এটির পাশের অংশে সামান্য উঁচু একটি ফিঙ্গার প্রিন্ট সেন্সর আছে। ফোনটি Knox এর নিরাপত্তা, কুইক শেয়ার ফিচার এবং কল স্বচ্ছতার জন্য ভয়েস ফোকাস দ্বারা সজ্জিত হয়ে আছে। সংযোগের বিকল্পের ক্ষেত্রে এটিতে ডুয়াল 5g, 4G LTE, GPS, ব্লুটুথ 5.3, একটি USB Type-C পোর্ট এবং একটি 3.5 মিমি অডিও জ্যাক অন্তর্ভুক্ত করা হয়েছে। ফোনটির আকারের পরিমাপ 160.1× 76.8× 9.3মিমি এবং ওজন 217 গ্রাম।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন