Photo Credit: Onleaks/ Pigtou
লঞ্চের আগেই Samsung Galaxy M51 -এর ছবি ও স্পেসিফিকেশন ইন্টারনেটে ফাঁস হল।এই ফোনে থাকছে হোল-পাঞ্চ ডিসপ্লে। ফোনের উপরে 3.5 মিমি অডিও জ্যাক থাকছে। নীচে থাকছে USB Type-C পোর্ট। ডিসপ্লের চারপাশে থাকবে পাতলা বেজেল।
নতুন ফোনের পিছনে তিনটি ক্যামেরা থাকবে। সঙ্গে থাকবে এলইডি ফ্ল্যাশ। এছাড়াও ফোনের পিছনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে। এই ফোনে কার্ভড ডিসপ্লের পরিবর্তে ফ্ল্যাট ডিসপ্লে ব্যবহার করেছে Samsung। ডিসপ্লের বাঁ-দিকে উপরে হোল-পাঞ্চ থাকছে। সেখানে থাকবে সেলফি ক্যামেরা।
এবার 5G ভেরিয়েন্টে আসছে Samsung Galaxy A71; থাকবে 64MP ক্যামেরা
এক ঝলকে টেক দুনিয়ার সব খবর: দেখুন গ্যাজেট এক্সপ্রেস
Samsung Galaxy M51-এ 6.5 ইঞ্চি ডিসপ্লে থাকবে। এই ফোনের আয়তন 162.6x77.5x8.5 মিমি। গত বছর Galaxy M50 নামে কোন ফোন লঞ্চ হয়নি। অনেকেই বলছেন Galaxy M40-র আপগ্রেড হিসাবে বাজারে আসছে Galaxy 51। যদিও কবে এই ফোন লঞ্চ হবে জানা যায়নি।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন