Samsung- এর Galaxy On সিরিজের পরবর্তী স্মার্টফোন শুধুমাত্র Flipkart এই কিনতে পাওয়া যাবে। সম্প্রতি এক পোস্টে এই কথা পাকা করেছে Flipkart। আগামী 2 জুলাই ভারতে এই ফোন লঞ্চ হবে। শোনা যাচ্ছে এই ফোনের নাম হবে Galaxy On6। Samsung-এর পোস্ট করা একাধিক ভিডিও টিজারে টিজারে এই ফোনের ইনফিনিটি ডিসপ্লে দেখা গিয়েছে। এছাড়াও ফোনের পিছনে সিঙ্গেল রিয়ার ক্যামেরা ও ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি চোখে পড়েছে।
ফ্লিপকার্টে পোস্ট করা টিজার থেকে জানা গিয়েছে 2 জুলাই দুপুর 12:30 মিনিটে ভারতে Galaxy On সিরিজের পরবর্তী ফোন লঞ্চ হবে। আরত লঞ্চের আগেই টিজার থেকে জানা গিয়েছে এই ফোনে একটি 18:9 অয়াসপেক্ট রেশিওর ডিসপ্লে থাকবে। অন্য এক টিজারে এই ফোনের পিছনে রিয়ার ক্যামেরা ও ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি দেখা গিয়েছে। এছাড়াওয়া জানা গিয়েছে এই ফোনে থাকবে একটি Super AMOLED ডিসপ্লে।
এই সপ্তাহের শুরুতে এক রিপোর্ট থেকে জানা গিয়েছিল Galaxy On এর পরবর্তী মডেলে 4GB RAM আর 64GB স্টোরেজ থাকবে। নতুন এই ফোনের ভিতরে একটি Exynos চিপসেট থাকবে বলেও জানা গিয়েছিল। অন্য এক রিপোর্টে জানা গিয়েছিল Galaxy On6 এর দাম হবে 15,000 টাকা। এই ফোনে চ্যাট ওভার ভিডিও ফিচার থাকবে। মনে করা হচ্ছে একাধিক ক্যাশব্যাক অফারের সাথে ভারতে Flipkart এ এই ফোন লঞ্চ করবে Samsung।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন