বুধবার Exynos সিরিজের লেটেস্ট মোবাইল চিপসেট লঞ্চ করল Samsung। নতুন Exynos 9820 চিপসেটে রয়েছে 8Nm LPP প্রসেস। লো পোয়ার প্লাস টেকনোলজিতে এই চিপসেট অনেক কম ব্যাটারি নষ্ট করবে। ফলে বারবে ফোনের ব্যাটারি ব্যাক আপ। আগামী বছর Galaxy S10 আর Galaxy S10+ ফোনে এই প্রসেসার ব্যবহার হবে। আগের থেকে 10 শতাংশ পাওয়ার বাঁচাবে এই চিপসেট। নতুন Exynos 9820 চিপসেটে রয়েছে একটি নিউরাল প্রসেসিং ইউনিট, ট্রাই ক্লাস্টার সিপিইউ, Mali-G76 MP12 GPU, 8K রেকর্ডিং সাপোর্ট আর একটি ইমেজ সিগ্নাল প্রসেসার।
Exynos 9820 চিপসেটের প্রধান আকর্ষন নিউরাল প্রসেসিং ইউনিট। আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্সের সব কাজ এই NPU এর মাধ্যমে হবে। এর ফলে আরও দ্রুত আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স প্রসেস করতে পারবে এই চিপসেট। Exynos 9820 চিপসেটের ভিতরে রয়েছে দুটি ARM Cortex-A75 কোর আর চারটি ARM Cortex-A55 কোর।
LTE কানেক্টিভিটি সাপর্ট করতে এই চিপসেট। তবে Exynos 9820 চিপসেটে 5G সাপোর্ট থাকছে না। এই চিপসেটের মোডেম দিয়ে সর্বোচ্চ 2 Gbps স্পিডে ডাউনলোড আর 316 Mbps স্পইডে আপলোড করা যাবে। 30 fps স্পিডে 8K আর 150 fps স্পিডে 4K ভিডিও রেকর্ড করতে পারবে Exynos 9820।
4K UHD ডিসপ্লে সাপোর্ট করবে নতুন Samsung চিপসেট। সামনে ও পিছনে 22MP ক্যামেরা ব্যবহার করা যাবে। ডুয়াল ক্যামেরা সেট আপ হলে Samsung Exynos 9820 চিপসেটের মাধ্যমে দুটি 16MP সেন্সার ব্যবহার করা যাবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন